পরী রাজের ছোট্ট রাজপুত্র রাজ্য। সে নাকি এখন বিছানায় শুয়েই থাকতে চায় না। শুইয়ে রাখলেই কোলে ওঠার জন্য চিৎকার জুড়ে দেয়। কিন্তু রাজ্যকে যে কোলে নিবেন সেই অবস্থাও নেই পরীর।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) অসাবধানতাবশত নিজ ঘরে ঢুকতে গিয়ে দরজায় আঘাতে আঙুলের ভেতরে হাড়ে চিড় ধরেছে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনির। পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে রাতেই বসুন্ধরার বাসায় ফিরেছেন তিনি।
গণমাধ্যমকে পরীমনি বলেছেন, হাসপাতালে ছয়-সাত ঘণ্টার মতো থাকতে হয়েছে। চিকিৎসক আঙুলে ব্যান্ডেজ করে দিয়েছেন। মাসখানেক ডান হাত বিশ্রামে রাখতে হবে। হাত দিয়ে কোনো কাজ করা যাবে না।
তিনি বলেন, এখন বাঁ হাত দিয়ে খাওয়াদাওয়া করতে হচ্ছে তার। বিরক্তিকর একটা অবস্থা! এ ধরনের অভিজ্ঞতা জীবনে প্রথম তার।
হাতের কারণে সন্তান রাজ্যকেও ঠিকমতো কোলে নিতে পারছেন না জানিয়ে পরীমনি বলেন, রাজ্য শুয়ে থাকতে চায় না। এখন আস্তে আস্তে বড় হচ্ছে। একটু শুইয়ে রাখলে কোলে উঠতে চায়। চিৎকার করে। আঙুলে আঘাত লাগার আগে শুইয়ে রাখলে এত যন্ত্রণা দিত না। এখন পরী রাজ্যকে কোলে নিতে পারছি না। আর এখনই কোলে ওঠার জন্য যন্ত্রণা দিচ্ছে।
এদিকে পরীমনি অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবিটি আগামী ২০ জানুয়ারি মুক্তির সময় ঠিক হয়েছে। আহত হওয়ার কারণে এর প্রচারেও কিছুটা বিঘ্ন ঘটবে তার।
এ ব্যাপারে পরীমনি বলেন, ছবি মুক্তির এখনো এক মাস বাকি আছে। এর মধ্যে হাতের এই অবস্থা নিয়ে বাইরে বের হওয়া যাবে না। প্রচারটা ঘরে বসেই করতে হবে। তারপরও এখনো সময় আছে। তত দিনে দেখা যাক আঙুলের অবস্থা কী হয়।
এ সম্পর্কিত আরও পড়ুনসন্তানকে | কোলে | নিতে | পারছেন | পরীমনি