আর্কাইভ থেকে ফুটবল

তিন দিন পিছিয়ে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ

তিন দিন পিছিয়ে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ

তিন দিন পিছিয়ে ২৫ জুন মাঠে ফিরছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। দেশব্যাপী চলাচলে বিধিনিষেধ অব্যাহত থাকলেও এবার ঢাকার বাইরে ম্যাচ হবে। আগের চারটির বাইরে নতুন ভেন্যু যুক্ত হচ্ছে না। বরং টঙ্গী স্টেডিয়াম বাদ পড়তে পারে। এদিকে, স্বাধীনতা কাপের আকর্ষণ বাড়াতে দল বৃদ্ধি করতে চায় ফেডারেশন। 

কাতার থেকে ফেরার পর জাতীয় দলের ফুটবলারদের কোয়ারেন্টিনের ওপর নির্ভর করছিল লিগ শুরুর তারিখ। অবশেষে বিশেষ অনুমতিতে শনিবার তৃতীয় দিনে শেষ ফুটবলারদের কোয়ারেন্টিন। তাই লিগের সূচি পিছিয়ে যাচ্ছে।

শনিবার অনলাইনে জরুরি সভা করেছে পেশাদার লিগ কমিটি। সেখানেই সিদ্ধান্ত হয় ২৫ জুন ফিরছে প্রিমিয়ার লিগ। যেখানে ১৫ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস। বর্ষাকাল বিবেচনায় এক ভেন্যুতে দিনে একাধিক ম্যাচ সম্ভব নয়। তাই বঙ্গবন্ধু স্টেডিয়াম ছাড়িয়ে আবার ম্যাচ হবে কুমিল্লা ও মুন্সিগঞ্জে। আগের বৈঠকে ভেন্যু বৃদ্ধির আলোচনা হলেও এবার সিদ্ধান্ত হয়েছে দেশব্যাপী করোনা পরিস্থিতি বিবেচনায় ভেন্যু বাড়ছে না। বরং আর্চ্যারির অনুশীলন নিরবচ্ছিন্ন রাখতে বাদ পড়তে পারে টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়াম।

লিগ শেষে স্বাধীনতা কাপ শুরু করতে চায় ফেডারেশন। সবশেষ ১৩ দল নিয়ে মাঠে গড়ানো আসরকে আরও আকর্ষণীয় করতে দল বাড়ানোর উদ্যোগ নেয়া হচ্ছে। সেক্ষেত্রে ফেডারেশনের পছন্দ সার্ভিসেস, বিভাগীয় বা জেলা দল। সুযোগ মিলতে পারে চ্যাম্পিয়নশিপ লিগের দলেরও।

শনিবারের সভায় অনূর্ধ্ব ১৮ দলের টুর্নামেন্টের প্রস্তুতির কথাও ক্লাবগুলোকে স্মরণ করিয়ে দিয়েছে পেশাদার লিগ কমিটি। চলতি মৌসুমে বয়সভিত্তিক আসরে প্রিমিয়ার লিগের সব দলের অংশগ্রহণ চায় ফেডারেশন।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন তিন | দিন | পিছিয়ে | মাঠে | গড়াবে | বাংলাদেশ | প্রিমিয়ার | লিগ