আর্কাইভ থেকে দেশজুড়ে

সাভারে গণধর্ষণের শিকার গার্মেন্টস শ্রমিক

সাভারে গণধর্ষণের শিকার গার্মেন্টস শ্রমিক
সাভারের কলমা এলাকায় এক গার্মেন্টস শ্রমিক গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (২৫ ডিসেম্বর) ভোর রাতে সাভারের কলমা এলাকায় অভিযান চালিয়ে চার জন ধর্ষণকারীকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ইন্সেপেক্টর আব্দুল্লাহ। গ্রেফতারকৃতরা হল-  সাজ্জাদ হোসেন (২৩), রাজু আহম্মেদ কাঞ্চন(২২), রনি গাজী (১৮), আব্দুল্লাহ (১৮) পুলিশ জানায়, গেল শুক্রবার (২৩ ডিসেম্বর) রাতে সাভারের কলমা এলাকায় জোর পূর্বক ওই গার্মেন্টস শ্রমিককে একটি মুরগীর খামারে নিয়ে যান ছয়জন ব্যক্তি। এ সময় ওই ছয়জন ব্যক্তির দলনেতা সাজ্জাদ হোসেনসহ ওই গার্মেন্টস শ্রমিককে হত্যার হুমকি ধামকি দিয়ে পালাক্রমে গণধর্ষণ করে পালিয়ে যান। পরে স্থানীয়রা ওই গার্মেন্টস শ্রমিককে অসুস্থ অবস্থায় উদ্ধার করে চিকিৎসা সেবা প্রদান করেন। পরে গেলো  শনিবার (২৪ ডিসেম্বর) রাতে ভুক্তভোগী ওই নারী সাভার মডেল থানায় উপস্থিত হয়ে সাজ্জাদ হোসেনকে প্রধান আসামী করে ছয় জনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ ভোর রাতে কলমার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামীসহ চার জনকে গ্রেপ্তার করে। গণধর্ষণের শিকার গার্মেন্টস শ্রমিককে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে সাভার মডেল থানার ইন্সপেক্টর আব্দুল্লাহ বলেন, মামলার বাকী আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন সাভারে | গণধর্ষণের | শিকার | গার্মেন্টস | শ্রমিক