আর্কাইভ থেকে বাংলাদেশ

দক্ষিণে ভারি বৃষ্টির সম্ভাবনা

দক্ষিণে ভারি বৃষ্টির সম্ভাবনা

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গা এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আগামী তিন দিন সারাদেশে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও সোমবারও (২১ জুন) ভারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

সকাল ৯টায় দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গা এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

এদিকে আগের ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে টাঙ্গাইলে ৭১ মিলিমিটার। এরপরই নোয়াখালির মাইজদীকোর্টে ৬৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ ছাড়া হাতিয়ায় ৫১, চাঁদপুরে ৪১, মাদারীপুরে ৩৭, চট্টগ্রামে ৩৪, ফেনীতে ৩১ এবং রাঙ্গামাটিতে ২৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ সময়ে ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ১২ মিলিমিটার।

আবহাওয়া সিনপটিক অবস্থায় বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষের বাড়তি অংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তরপূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

মুক্তা মাহমুদ

এ সম্পর্কিত আরও পড়ুন দক্ষিণে | ভারি | বৃষ্টির | সম্ভাবনা