আর্কাইভ থেকে প্রবাস

মালয়েশিয়ায় ১০২ বাংলাদেশিসহ ৩শ’র বেশি মানুষ আটক

মালয়েশিয়ায় ১০২ বাংলাদেশিসহ ৩শ’র বেশি মানুষ আটক

করোনা নিয়ন্ত্রণে লকডাউনের মধ্যেই অবৈধ অভিবাসী বিরোধী অভিযান অব্যাহত রেখেছে মালয়েশিয়া। 

আজ ভোরে রাজধানী কুয়ালালামপুরের অদূরে ডেনকিলের বেশ কয়েকটি নির্মাণাধীন সাইট থেকে ১০২ বাংলাদেশিসহ ৩শ’র বেশি মানুষকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ভারত ও মিয়ানমারের নাগরিক রয়েছেন। 

দেশটির অভিবাসন বিভাগের পক্ষ থেকে জানানো হয়, ৭শ’ ১৫ জনকে যাচাই-বাছাই শেষে ৩শ’ নয়জনকে আটক দেখানো হয়েছে। আটককৃতরা ২০ থেকে ৫২ বছর বয়সের মধ্যে। তাদের বিরুদ্ধে অভিবাসী আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

 আটককৃতদের সিমুনি ক্যাম্পে নিয়ে করোনা পরীক্ষার পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন মালয়েশিয়ায় | ১০২ | বাংলাদেশিসহ | ৩শর | বেশি | মানুষ | আটক