আর্কাইভ থেকে দেশজুড়ে

বরিশালে নির্বাচনী সহিংসতায় বৃদ্ধের মৃত্যু

বরিশালে নির্বাচনী সহিংসতায় বৃদ্ধের মৃত্যু

বরিশালে ইউপি নির্বাচনের সহিংসতায়  ককটেলের আঘাতে মৌজা আলী মৃধা (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু  হয়েছে। এ ঘটনায় আরো  দুইজন আহত হয়েছেন। 

সোমবার (২১ জুন) দুপুর ২টার দিকে গৌরনদী  উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ককটেল ছোড়া ও নিহতের বিষয়টি নিশ্চিত করে বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান জানান, কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অপ্রাপ্তবয়স্ক একজন ভোট দিতে যায়।

বিষয়টি ভোটগ্রহণকারীদের পক্ষ থেকে চ্যালেঞ্জ করা হয়। তখন স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ হয়। 

পরে ঘটনাটি কেন্দ্রের বাইরে ছড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের ককটেলের আঘাতে মৌজা আলী মৃধা নামে বৃদ্ধ আহত হন। গুরুতর অবস্থায় তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

এদিকে বরিশালের বাকেরগঞ্জের ভরপাশা ইউনিয়ন পরিষদের নির্বাচনে দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের মধে সংঘর্ষ আহত দশ গুরুতর তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

অপরদিকে বরিশালের উজিরপুরের জল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনিয়মের অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী উর্মিলা বাড়ৈ।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন বরিশালে | নির্বাচনী | সহিংসতায় | বৃদ্ধের | মৃত্যু