আর্কাইভ থেকে দেশজুড়ে

গাইবান্ধায় শেষ মুহূর্তে জমে উঠেছে প্রার্থীদের প্রচার-প্রচারণা

গাইবান্ধায় শেষ মুহূর্তে জমে উঠেছে প্রার্থীদের প্রচার-প্রচারণা
আগামী ৪ জানুয়ারি  গাইবান্ধার ফুলছড়ি- সাঘাটা আসনের  উপনির্বাচন ঘিরে  প্রার্থীদের গণসংযোগের পাশা-পাশি জমজমাট প্রচার প্রচারণা চলছে। প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত গণসংযোগের পাশাপাশি নান কৌশলে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। এর মধ্য আওয়ামীলীগের প্রার্থী মাহমুদ হাসান রিপন, জাতীয় পাটির প্রার্থী এ্যাড গোলাম শহীদ রঞ্জু, বিকল্পধারা বাংলাদেশের প্রার্থী এডভোকেট জাহাঙ্গীর আলম  প্রচার প্রচারণা চালাচ্ছেন। স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাত ভোট থেকে সরে গেছেন। জাতীয় পাটির প্রার্থী নির্বাচনের প্রচার প্রচারণার সময় ভরতখালী বাজারে সাংবাদিকদের বলেন, ‘সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের কাছে যাচ্ছি। আজ  সকাল থেকে ঘুরিদহ ইউয়িনের জাকুরতাড়াই, বটতলাবাজার, সুচেলপুর, ভরতখালী, উল্ল্যাবাজারে গণ সংযোগ করছি। ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়া জন্য বলছি। গত ১২ অক্টোবরের মত পেশি শক্তি ব্যবহার না করা হয় তাহলে জাতীয় পাটির বিজয় সুনিশ্চিত। তবে আমি আশঙ্কা করছি গতবারের উপনির্বাচনের মত আবার আমার দলের নেতা কর্মীর নামে মামলা, হামলা হবে কি না। ভোটাররাও শংঙ্কা প্রকাশ করছেন। ভোট দিতে দিয়ে পূর্ণরায় তাদের কাছ থেকে ভোট জোর করে বোতাম চাপ নিয়ে নেয়া হবে কিনা। ভোটাররা এসব শঙ্কা প্রকাশ করছি। আমি শেষ পর্যন্ত ভোটের লড়াইয়ে থাকবো । সাধারণ জনগন আমার সাথে আছে।’

এ সম্পর্কিত আরও পড়ুন গাইবান্ধায় | শেষ | মুহূর্তে | জমে | উঠেছে | প্রার্থীদের | প্রচারপ্রচারণা