আর্কাইভ থেকে দেশজুড়ে

রাজশাহীতে নার্সিং কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজশাহীতে নার্সিং কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

কারিগরি বোর্ডের পেশেন্ট কেয়ার টেকনোলোজি কোর্সের শিক্ষার্থীদের বাংলাদেশ নার্সিং কাউন্সিল থেকে লাইসেন্স দেয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে রাজশাহী নার্সিং ইন্সটিটিউটের শিক্ষার্থীরা।

আজ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজের সামনে নার্সিং ইন্সটিটিউটের শিক্ষার্থীরা এ বিক্ষোভ করেন।

বাংলাদেশ স্টুডেন্ট নার্সেস এন্ড মিডওয়াইফস সম্মিলিত পরিষদ, ইন্টার্ন নার্স এসোসিয়েশন, রাজশাহী বিভাগীয় স্টুডেন্ট নার্সেস এসোসিয়েশন, নাটোর নার্সেস এসোসিয়েশনসহ আরো কয়েকটি সংগঠন কর্মসূচিতে একাত্মতা পোষণ করে অংশ নেয়। এছাড়াও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় অধীভূক্ত রাজশাহী নার্সিং কলেজসহ বিভিন্ন বেসরকারি নার্সিং কলেজ ও নার্সিং ইন্সটিটিউটের শিক্ষার্থীরা প্রতিবাদী কর্মসূচিতে অংশ নেন।

বাংলাদেশ স্টুডেন্ট নার্সেস এন্ড মিডওয়াইফস সম্মিলিত পরিষদ রাজশাহী মহানগর শাখার আহবায়ক মো. আরিফুজ্জামান আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সাধারণ সম্পাদক কুদরত-ই এলাহী, ডিপ্লোমা নার্সেস স্টুডেন্ট এসোসিয়েশনের রাজশাহী বিভাগীয় সভাপতি আজিজুর রহমান, বিএনএর সাধারণ সম্পাদক খলিলুর রহমান, স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সহ সভাপতি রেজিয়া পারভিন, রাজশাহী নার্সিং কলেজের শিক্ষার্থী মোছা. সাথী খাতুনসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, নার্সিং পেশাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে। একটি মহল এ পেশার সুনাম নষ্ট করতে উঠেপড়ে লেগেছে। কারিগরি বোর্ডের পেশেন্ট কেয়ার টেকনোলোজি কোর্সের শিক্ষার্থীদেরও দেয়া হয়েছে নার্সের লাইসেন্স। যা সম্পূর্ণ অযৌক্তিক।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন রাজশাহীতে | নার্সিং | কলেজের | শিক্ষার্থীদের | বিক্ষোভ