আর্কাইভ থেকে দেশজুড়ে

টাঙ্গাইলে করোনায় তিনজনের মৃত্যু, চলছে লকডাউন

টাঙ্গাইলে করোনায় তিনজনের মৃত্যু, চলছে লকডাউন

টাঙ্গাইলে গেলো ২৪ ঘন্টায় করোনায় আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ৪২৩টি নমুনা পরীক্ষা ১৪৯ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন।

নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৯৩ জন, কালিহাতী উপজেলায় ২১জন, ঘাটাইল উপজেলায় ৩ জন, ভূঞাপুর উপজেলায় ২ জন ও গোপালপুর উপজেলায় ১জন, সখিপুর উপজেলায় ১৩জন, দেলদুয়ার উপজেলায় ৭জন, মির্জাপুর উপজেলায় ৬ জন, বাসাইল উপজেলায় ৩ জন রয়েছেন। জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৫৪৪ জনে। এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন ৪ হাজার ৪৩৪ জন আর মারা গেছেন ১০৪ জন।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা.আবুল ফজল মো.শাহাবুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে করো সংক্রমণ প্রতিরোধে টাঙ্গাইল পৌর এলাকা ও কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌর এলাকায় এক সপ্তাহের লকডাউনের আজ ২য় দিন চলছে। লকডাউনে থাকা দুটি পৌর এলাকায় বন্ধ  রয়েছে গণপরিবহন। কাঁচা বাজার ও ওষুধের দোকান ছাড়া বন্ধ রয়েছে সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান। তবে লকডাউন উপেক্ষা করে নানা অজুহাতে বাইরে বের হয়ে আসছে লোকজন।

টাঙ্গাইল পুলিশ সুপার সজ্জিত কুমার রায় বলেন, লকডাউনে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। সাধারণ মানুষের স্বাস্থ্য বিধি মানাতে টাঙ্গাইল ও এলেঙ্গা পৌর এলাকায় মোতায়েন করা হয়েছে দুই শতাধিক পুলিশ।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন টাঙ্গাইলে | করোনায় | তিনজনের | মৃত্যু | চলছে | লকডাউন