আর্কাইভ থেকে আবহাওয়া

হিমেল হাওয়ায় বেড়েছে শীত, পঞ্চগড়ে তাপমাত্রা ৭.৭

হিমেল হাওয়ায় বেড়েছে শীত, পঞ্চগড়ে তাপমাত্রা ৭.৭
রাজধানীতে কুয়াশার হিম বাতাস বাড়িয়েছে শীতের দাপট। কুয়াশা আগের থেকে বেশ কমলেও কনকনে শীতে বিপাকে ছিন্নমূল মানুষ। দিন ও রাতে সমানভাবে কমছে তাপমাত্রা। পৌষের শেষে রাতভর রাজধানীতে তেমন কুয়াশা না থাকলেও হিমেল বাতাসে টিকে থাকাই দায়। এবার চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ৭.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। সেই সাথে রংপুর বিভাগের ৮ জেলাসহ মোট ১১টি জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সোমবার (৯ জানুয়ারি) সকাল ৯টার দিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, চলতি মৌসুমে এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা আজ রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে। জানুয়ারি মাস সবচেয়ে শীতলতম মাস। তাই এ মাসে শীতের তীব্রতা থাকার সম্ভাবনা বেশি। তবে অতীতে এর চেয়েও আরও কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিকে গতকাল রোববার (৮ জানুয়ারি) ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। টাঙ্গাইল, ফরিদপুর, মানিকগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা ও কুষ্টিয়া জেলাসহ রাজশাহী ও রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকায় প্রশমিত হতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ঢাকায় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ৮-১২ কিলোমিটার। আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতির তথ্য উল্লেখ করে আবহাওয়া অফিস জানায়, আগামী দুদিনে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে। আর বর্ধিত পাঁচদিনে বৃষ্টি/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোর ও চুয়াডাঙ্গায় ৭.৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ২৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৩ ডিগ্রি সেলসিয়াস ও ২১.২ ডিগ্রি সেলসিয়াস।

এ সম্পর্কিত আরও পড়ুন হিমেল | হাওয়ায় | বেড়েছে | শীত | পঞ্চগড়ে | তাপমাত্রা | ৭৭