আর্কাইভ থেকে ফুটবল

লাল কার্ডের ম্যাচেও জয় ধরে রাখলো বার্সা

লাল কার্ডের ম্যাচেও জয় ধরে রাখলো বার্সা
আগের দিন রিয়াল মাদ্রিদ ভিয়ারিয়ালের কাছে হেরে যাওয়ায় পথটা তৈরিই ছিল। সুযোগ কাজে লাগিয়ে আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে লা লিগার পয়েন্ট তালিকায় ৩ পয়েন্ট ব্যবধানে শীর্ষে উঠে গেছে বার্সেলোনা। কাল রাতে মেত্রোপলিতানো স্টেডিয়ামে আতলেতিকোকে ১-০ ব্যবধানে হারিয়েছে জাভি হার্নান্দেজের দল। মাঠ থেকে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে ফিরলো, ধরে রাখলো শীর্ষস্থান। প্রথমার্ধে একমাত্র গোলটি করেছেন উসমান ডেম্বেলে। ২২ মিনিটে গাভির দারুণ পাস থেকে আড়াআড়ি শটে জাল খুঁজে নেন তিনি। দুই মিনিটের মধ্যে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ এসেছিল বার্সার। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি পেদ্রো। দ্বিতীয়ার্ধে খেলায় ফিরতে মরিয়া আতলেতিকো চেপে ধরে বার্সাকে। তবে গোলের দেখা পায়নি। ৫৪তম মিনিটে মোলিনার চমৎকার ক্রসে অঁতোয়া গ্রিজম্যানের ভলি যায় ক্রসবারের উপর দিয়ে। ৭৩ মিনিটে বার্সার হয়ে ফেরান তোরেস গোল করলেও সেটি অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। যোগ করা সময়ে মারামারি করে লাল কার্ড দেখেন বার্সেলোনার তরেস এবং আতলেতিকোর স্তেফান সেভিচ। দুই দলই দশজনে পরিণত হওয়ায় কেউ অবশ্য বাড়তি সুবিধা নিতে পারেননি। নিজেদের জাল অক্ষত রেখে বার্সেলোনা মাঠ ছাড়ে ৩ পয়েন্ট নিয়ে। লিগে ১৬ ম্যাচ শেষে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ৩৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল মাদ্রিদ। ২৭ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে আতলেতিকো।

এ সম্পর্কিত আরও পড়ুন লাল | কার্ডের | ম্যাচেও | জয় | ধরে | রাখলো | বার্সা