আর্কাইভ থেকে বিএনপি

কারাগার থেকে মুক্তির পর যা বললেন মির্জা ফখরুল

কারাগার থেকে মুক্তির পর যা বললেন মির্জা ফখরুল
আরও অনেকে এখনও কারাগারে। শুধু বন্দি নয়, তারা মানবেতর জীবন-যাপন করছে। একটা সেলের মধ্য ৫-৭ জনকে গাদাগাদি করে রাখা হচ্ছে । বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার (৯ জানুয়ারি) ৩২দিন কারাভোগের পর মুক্তি পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। কারাগার থেকে মুক্তি পেয়ে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে উপস্থিত হন মির্জা ফখরুল। এসময় উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে এসব কথা বলেন তিনি। ফখরুল বলেন,প্রিয় ভাইয়েরা, মহান আল্লাহ-তায়ালার ইচ্ছা ও আপনাদের আন্দোলনের মাধ্যমে আমরা মাত্র দুইজন মুক্তি পেয়েছি। আরও অনেকে এখনও কারাগারে। শুধু বন্দি নয়, তারা মানবেতর জীবন-যাপন করছে। একটা সেলের মধ্য ৫-৭ জনকে গাদাগাদি করে রাখা হচ্ছে । এর আগে সন্ধ্যা ৬টার পর কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন বিএনপি মহাসচিব। সেখান থেকে সরাসরি তিনি নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে আসেন। এসময় বিপুলসংখ্যক নেতাকর্মী মির্জা ফখরুলকে ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানান। মির্জা ফখরুল বলেন, চলমান সরকারবিরোধী আন্দোলন আরও তীব্র হবে। পিছু হটবার পথ নেই। আন্দোলনের মাধ্যমেই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো। তাই আন্দোলন আরও তীব্র করতে হবে৷ এর মাধ্যমে দেশকে মুক্ত করতে হবে। ফখরুলের দাবি, ক্ষমতাসীনরা গ্রেফতার করে ভোটের অধিকারের আন্দোলন বন্ধ করে দিতে চেয়েছিল কিন্তু এতে আন্দোলন আরও বেগবান হয়েছে। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সমাবেশের স্থান নির্ধারণ নিয়ে অস্থির অবস্থার মধ্যে গ্রেফতার করা হয়। আমার অপরাধ ছিল আমি সংঘর্ষ এড়িয়ে গেছি। সরকারকে বলবো—বিএনপি সন্ত্রাসী দল নয়।

এ সম্পর্কিত আরও পড়ুন কারাগার | মুক্তির | মির্জা | ফখরুল