আর্কাইভ থেকে ক্রিকেট

খুলনার বিপক্ষে ৯ উইকেটে জয় চট্টগ্রামের

খুলনার বিপক্ষে ৯ উইকেটে জয় চট্টগ্রামের
প্রথম ম্যাচে মাত্র ৮৯ করা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সামনে খুলনা টাইগার্সের দেয়া ১৭৯ রানের বড় টার্গেট। কিন্তু এবার যেন এক অন্যরকম চট্টগ্রাম। উসমান খানের সেঞ্চুরি ও ম্যাক্স ও’ডাউডের হাফ সেঞ্চুরিতে ৯ উইকেটের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়লো চট্টগ্রাম। আজ সোমবার ( ৯ জানুয়ারি) দিনের দ্বিতীয় খেলায় বিকেলে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রামের বিপক্ষে টচে হেরে ব্যাটিং এ নামে খুলনা। শুরুটা একদম ভালো হয়নি খুলনার। মাত্র ৫ রানের মাথায় আউট হন দলের ওপেনার সারজিল খান। ঠিক তার পরের ওভারে দলীয় ১২ রানের মাথায় আউট হয়ে যান হাবিবুর রহমান। ৪ ওভারে মাত্র ১২ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়া দলের হাল কাঁধে তুলে নেন আজম খান। ৫ তম ওভার থেকেই চট্টগ্রামের বোলারদের তুলোধোনা শুরু করেন ডানহাতি এ ব্যাটার। তার সঙ্গে যোগ দেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। ব্যাক্তিগত ৩৭ বলে ৪০ করে তামিম আউট হবার আগে দুজনে মিলে করেন ৯১ রানের জুটি। তামিম আউট হবার পরেও থেমে থাকেন নি আজম খান। ৮ টি ছক্কা ও ৯ টি চারের সাহায্যে ৫৮ বলে খেলেন ১০৯ রানের অপরাজিত ইনিংস। তার এই ঝড়ো ইনিংসের সুবাদে দলীয় রান পৌঁছায় ১৭৮ এ। জবাবে খেলতে নেমে চট্টগ্রামের দুই ওপেনার উসমান খান ও ম্যাক্স ও’ডাউড গড়ে তুলেন ১৪১ রানের বিশাল জুটি। ৫০ বলে ৫৮ রান করে আউট হয়ে সাজ ঘরে ফিরেন ম্যাক্স। তারপর আফিফ হোসেনকে সাথে নিয়ে ৫ টি ছক্কা ও ১০ টি চারের সাহায্যে ৫৮ বলে ১০৩ রানের অপরাজিত ইনিংস খেলেন উসমান খান। ফলে ১৯ ওভার ২ বল খেলে মাত্র ১ উইকেট হারিয়ে জয় পায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

এ সম্পর্কিত আরও পড়ুন খুলনার | বিপক্ষে | ৯ | উইকেটে | জয় | চট্টগ্রামের