তার ভক্তরা মজা করে বলতেই পারেন আট বছর ‘ড্রিবলিং’য়ের পর চতুর্থ ‘গোল’ করার প্রস্তুতি নিচ্ছেন তিনি! ব্রাজিলের মডেল সেলিনা লকসের সঙ্গে দীর্ঘ আট বছরের প্রেমের পর জীবনের জুটি বাঁধতে চলেছেন ‘ফেনোমেনন’ নামে পরিচিত রোনালদো লুইস নাজারিও দে লিমা।
ব্রাজিলের সংবাদমাধ্যম ল্যান্স জানিয়েছে, আট বছর প্রেমের পর সেলিনাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন ইন্টার মিলান ও রিয়াল মাদ্রিদ মাতানো স্ট্রাইকার। সেলিনাও ‘হ্যাঁ’ বলতে দেরি করেননি।
রোনালদোর বিয়ের প্রস্তাব দেয়ার খবর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেই জানিয়েছেন সেলিনা। প্যারিস ফ্যাশন উইকের নিয়মিত এই মুখ ইনস্টাগ্রামে রোনালদোর সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, ‘হ্যাঁ। আমি রাজি। তোমাকে চিরদিনের জন্য ভালোবাসি।’ রোনালদোও এই পোস্টে ভালোবাসার জবাবে ভালোবাসা ফিরিয়ে দিয়ে লিখেছেন, ‘তোমাকেও ভালোবাসি।’
সেলিনা অল্প বয়স থেকেই মডেলিংয়ের সঙ্গে জড়িয়ে পড়েন। ফ্যাশন নিয়ে বেশ কিছু খ্যাতিমান সাময়িকীর প্রচ্ছদকন্যাও হয়েছেন। ‘ভোগ’, ‘বাজার’ ও ‘দিওর’-এর মতো বেশ কিছু নামীদামি ব্র্যান্ডের সঙ্গে কাজও করেছেন ৩২ বছর বয়সী সেলিনা। তাঁর ইনস্টাগ্রামে অনুসারীসংখ্যা তিন লাখের বেশি। ২০১৫ সালে পরিচিত হওয়ার পর স্পেনের ইবিজায় রোনালদোর বাসায় যাতায়াত শুরু করেন সেলিনা। এই জুটি এখনো কোনো সন্তান নেননি।
তবে এর আগে ‘কুয়েম’ সাময়িকীতে দেয়া সাক্ষাৎকারে সেলিনা বলেছিলেন, রোনালদোর চার সন্তানকে তিনি নিজের সন্তান হিসেবেই দেখেন, ‘ওরা আমারই সন্তান। বেশ কয়েক বছর আগে রোনালদোর যখন সম্পর্কটা শুরু হলো, ওরা অনেক ছোট ছিল। কাউকে ভালোবেসে সম্পর্ক শুরু করলে তার সবকিছুই মেনে নেয়া যায়। আমি এই পরিবারকে ভালোবাসি। ওদের সঙ্গে দারুণ সময় কাটছে। এই পরিবারকে জিতে নেয়ায় গর্ব লাগে।’
৪৬ বছর বয়সী রোনালদো এর আগে তিনবার বিয়ে করেছেন। রোনাল্ড, অ্যালেক্স, মারিয়া সোফিয়া ও মারিয়া এলিস নামে চারটি সন্তান রয়েছে তাঁর। ১৯৯৭ সালে ব্রাজিলিয়ান মডেল সুজানা ওয়ের্নারের প্রেমে পড়েন রোনালদো। তাঁকে বিয়ে না করলেও ১৯৯৯ সাল পর্যন্ত মিলানে একসঙ্গে বসবাস করেছেন। সে বছর বিচ্ছেদের পর ব্রাজিলিয়ান ফুটবলার মিলান ডমিনগুয়েজকে বিয়ে করেন রোনালদো। পরের বছর রোনাল্ডের জন্ম হয়। এই বিয়ে চার বছর টিকেছিল।
২০০৫ সালে ব্রাজিলিয়ান মডেল ও এমটিভি ভিজে ড্যানিয়েল সিকারেল্লিকে বিয়ে করেন রোনালদো। সেই ঘর টিকেছিল মাত্র তিন মাস। এরপর মারিয়া বিয়েট্রিচকে বিয়ে করেন রোনালদো। এই ঘরে জন্ম মারিয়া সোফিয়া ও মারিয়া এলিসের। অ্যালেক্সের জন্ম ২০০৫ সালে। ব্রাজিলিয়ান মিশেল উমেজুর সঙ্গে ২০০২ সালে টোকিওতে পরিচয় হয়েছিল রোনালদোর। উমেজুর সঙ্গে প্রেমের সম্পর্কে ২০০৫ সালে অ্যালেক্সের বাবা হন রোনালদো। ব্রাজিলের সংবাদমাধ্যম ল্যান্স জানিয়েছে, উমেজু বডিবিল্ডার ছিলেন।
এ সম্পর্কিত আরও পড়ুন৮ | বছর | প্রেমের | বিয়ের | পিঁড়িতে | বসছেন | রোনালদো