রাজধানীর আগারগাঁওয়ে মেট্রো স্টেশনে জন্ম নেয়া শিশুটির নাম রাজত্ব সাহা রাখা হয়েছে বলে জানিয়েছেন তার বাবা সুকান্ত সাহা।
রাস্তায় জ্যামের কারণে মেট্রোরেলে করে ধানমণ্ডির একটি হাসপাতালে রওনা হয়েছিলেন সোনিয়া রানি রায় নামের এক নারী। দিয়াবাড়ী থেকে আগারগাঁও যাওয়ার সময় মেট্রোরেলের ভেতর অসুস্থ হয়ে পড়েন ওই নারী। পরে রোভার স্কাউট ও মেট্রোরেলের প্রাথমিক প্রতিবিধানকারীর তত্ত্বাবধানে আগারগাঁও স্টেশনে জন্ম নেয় রাজত্ব সাহা। তাই শিশুটিকে আজীবন বিশেষ সুবিধা দেওয়ার চিন্তা করছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় শিশুটির বাবা সুকান্ত সাহা এসব তথ্য জানা যায়।
দক্ষিণখান থানার এক উপপরিদর্শক (এসআই) বলেন, ‘বাচ্চার নাম তার মা আগে থেকেই ঠিক করে রেখেছিলেন। তাই এই নাম দিয়েছি, তবে সবাই আমাকে প্রশ্ন করছে মেট্রো রেলের সঙ্গে মিল রেখে কোনো নাম রেখেছেন কি না। আমি তাদের বলেছি আমার বাচ্চার নাম আগে থেকেই ঠিক করা আছে। তাই আগের নামটাই রেখেছি।’
তিনি বলেন, ‘আমার বাসা উত্তরা। বাচ্চার গর্ভে ৯ মাস বয়স হয়েছে। আমরা ধানমন্ডির রেনেসা হাসপাতালে নিয়মিত বাচ্চার মাকে চেকআপ করি। আজ হাসপাতালে ভর্তি করার কথা ছিল। প্রথমে উবারে আসতে চেয়েছিলাম।‘পরে বাসা থেকে বের হয়ে শুনি বিমানবন্দর সড়কে প্রচুর জ্যাম। তাই সড়কপথে না গিয়ে মেট্রোরেলে যাওয়ার সিদ্ধান্ত নিই। পরে মেট্রোরেলেই প্রসব বেদনা ওঠে। সে সময় মেট্রোরেল স্টেশন কর্তৃপক্ষ এবং রোভার স্কাউটের নারী সদস্যদের সহযোগিতায় সেখানেই বাচ্চা প্রসব হয়। মা এবং ছেলে দুজনেই সুস্থ আছেন।’
শিশুটির বাবা বলেন, ‘আমি মেট্রোরেল কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারব না। সবাই তাৎক্ষণিকভাবে প্রচণ্ড রকম সহযোগিতা করেছেন। তারা আমাকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিয়েছেন।‘আমি মেট্রোরেল কর্তৃপক্ষের কাছে ঋণী। তারা সহযোগিতা না করলে আজ হয়তো আমার সুখের দিন না হয়ে দুঃখের দিন হতো।’