আর্কাইভ থেকে দেশজুড়ে

আগুনে ৫ জনের মৃত্যুর ঘটনায় জেলা প্রশাসনের সহায়তা

আগুনে ৫ জনের মৃত্যুর ঘটনায় জেলা প্রশাসনের সহায়তা
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আগুনে পুড়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যুর ঘটনা ঘটায় বেঁচে যাওয়া একমাত্র সদস্যকে একলাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও ২৫ হাজার টাকা সহায়তা দেয়া হয়েছে সৎকার কাজ সম্পন্ন করার জন্য। শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেল পাঁচটার সময় মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করার পর রাত আটটার দিকে সৎকার কাজ সম্পন্ন হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু রায়হান দোলন ও রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী ঘটনাস্থল পরিদর্শন করে আর্থিক সহায়তা হস্তান্তর করেন। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার পারুয়া ইউনিয়নের মহাজন পাড়ায় কাঙালের বাড়িতে আগুন লাগে। এ ঘটনায় দুই শিশুসহ মোট পাঁচজন মারা যান। মৃতরা হলেন কাঙাল (৭০), ললিতা (৬০), লাকি (৩৩), সৌরভ (১২) ও শয়ন্তি (৬)। বেঁচে যাওয়া খোকন (৪২) এখন পরিবারটির একমাত্র সদস্য। তিনি অগ্নিদগ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন। জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিদর্শনকালে জানিয়েছেন দগ্ধ খোকন বসাককে চিকিৎসার জন্য সব ধরনের সহায়তা করা হবে ও তার বাড়ি পুনর্নির্মাণের সহায়তা করা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন আগুনে | ৫ | জনের | মৃত্যুর | ঘটনায় | জেলা | প্রশাসনের | সহায়তা