আর্কাইভ থেকে এশিয়া

ইরানের সঙ্গে ৪২ বছর ধরে জুয়া খেলছে যুক্তরাষ্ট্র: জারিফ

ইরানের সঙ্গে ৪২ বছর ধরে জুয়া খেলছে যুক্তরাষ্ট্র: জারিফ

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতি পরিবর্তনের ক্ষেত্রে প্রেসিডেন্ট জো বাইডেনের সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে বলে জানিয়েছে রৌহানি প্রশাসন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সর্বোচ্চ চাপ প্রয়োগের যে ব্যর্থ নীতি নিয়েছিলেন তা থেকে শিক্ষা নিতে হবে বাইডেন প্রশাসনকে।

বুধবার ইসলামি বিপ্লবের ৪২তম বার্ষিকী উপলক্ষে অফিসিয়াল টুইটার পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। মোহাম্মদ জাভেদ জারিফ বলেন, ইরানকে নিয়ে বাজি ধরা প্রথম বা দ্বিতীয় মার্কিন প্রেসিডেন্ট ছিলেন না ট্রাম্প। বরং পরপর সাতজন মার্কিন প্রেসিডেন্ট একই বাজি ধরে হেরে গেছে। চার দশকের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের টানা সাতটি প্রশাসন ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে পারে কিনা তা নিয়ে জুয়া খেলেছে। তবে ওই জুয়ায় হেরে গেছে সবগুলো প্রশাসন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই ভেবে ট্রাম্প জুয়া খেলেছিলেন, সর্বোচ্চ চাপের মুখে পতনের হাত থেকে রক্ষা পেতে যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে ইরান। কিন্তু তার ওই বাজির পরিণতি দেখেছে বিশ্ববাসী।

জারিফ আরো বলেন, বাইডেন প্রশাসনের উচিত ৪২ বছর ধরে ব্যর্থ হওয়ার কারণ খুঁজে বের করে ওয়াশিংটনের নীতিতে পরিবর্তন আনা। কিন্তু সেজন্য সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন ইরানের | সঙ্গে | ৪২ | বছর | ধরে | জুয়া | খেলছে | যুক্তরাষ্ট্র | জারিফ