আর্কাইভ থেকে অপরাধ

এক মাসে ৪টি নতুন মাদকের সন্ধান, ডিএমটি ও এলএসডিসহ গ্রেপ্তার ৪

এক মাসে ৪টি নতুন মাদকের সন্ধান, ডিএমটি ও এলএসডিসহ গ্রেপ্তার ৪

এবার ডিএমটি নামে নতুন আরেক মাদকের সন্ধান পেয়েছে র‌্যাব। এনিয়ে এক মাসের মধ্যে চারটি নতুন মাদকের সন্ধান পেলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে সবশেষ সংযোজন ‘ডিএমডি’।

আজ রোববার (২৭ জুন) কারওয়ান বাজারের র‌্যাবের মিডিয় সেন্টারে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

র‌্যাব-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল আলম সাংবাদিকদের জানান, নতুন এই মাদক (ডিএমডি) এলএসডির মতোই উচ্চমূল্য ও ভয়াবহ। গেলো শনিবার (২৬ জুন) তেজগাঁও থেকে ডিএমটি ও এলএসডিসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

তিনি বলেন, বিদেশ থেকে পোস্টাল সার্ভিসের মাধ্যমে এসব মাদক দেশে এনে সেবনের পাশাপাশি বিক্রিও করছিল গ্রেপ্তারকৃতরা। তাদের মূল টার্গেট বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

র‌্যাব-২ এর অধিনায়ক বলেন, বর্তমানে শুধু উচ্চবিত্তদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এখনই নিয়ন্ত্রণ করা না গেলে তা দ্রুত সারাদেশে ছড়িয়ে পড়তে পারে।

এবার র‌্যাব দাবি করছে, দেশে প্রথমবারের মতো ডিএমটি মাদক উদ্ধার করা হলো। বিদেশ থেকে আনা হলেও দেশেও ডিএমটি তৈরি করা সম্ভব। এ বিষয়ে নজরদারির কথা জানিয়েছে র‌্যাব।

মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফিজুর রহমানের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার পর তদন্তে উঠে আসে মাদক এলএসডির নাম। এরপর ২৬ মে অভিযান চালিয়ে দেশে প্রথমবারের মত এলএসডি উদ্ধার করে ডিবি পুলিশ।

শেখ সোহান

এ সম্পর্কিত আরও পড়ুন এক | মাসে | ৪টি | নতুন | মাদকের | সন্ধান | ডিএমটি | ও | এলএসডিসহ | গ্রেপ্তার | ৪