আর্কাইভ থেকে অপরাধ

মাগুরায় জমি নিয়ে বিরোধ চাচার হাতে ভাতিজা খুন

মাগুরায় জমি নিয়ে বিরোধ চাচার হাতে ভাতিজা খুন

মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের বানিয়াবহু গ্রামে দুই ভাইয়ের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচার হাতে ভাতিজা খুন হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ৪ জনকে আটক করেছে। এ সময় একটি বাড়িতে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৯ জুন) সকালে এ ঘটনা ঘটে।

মহম্মদপুর থানার ওসি নাসিরুল ইসলাম জানান, বানিয়াবহু গ্রামের বাসিন্দা আপন দুই ভাই আফসার মোল্যা ও কদম আলী মোল্যার মধ্যে দীর্ঘ ধরে জমাজমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে মঙ্গলবার সকাল ৯ টার দিকে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির ও এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

তিনি জানান, এ খবর জানাজানির পর উভয় পক্ষের সমর্থকেরা সংঘবদ্ধ হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষ কদম মোল্যা ও তার সমর্থকদের লাঠির আঘাত ও ধারালো অস্ত্রের কোপে মাফুজার মোল্যা (৩৫) নামে এক যুবক ঘটনাস্থলে নিহত হন। নিহত মাফুজার কদম মোল্যার আপন ভাই আফসার মোল্যার ছেলে। সংঘর্ষে কমপক্ষে ৫ ব্যক্তি আহত হন। গুরুতর আহত খলিলুর রহমান (৬০) ও মুন্নাফ মোল্যা (৫৫)কে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যান্যরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ ঘটনাস্থল থেকে হোসেন আলী, রাজু মোল্যা, বাচ্চু ম্যোল্যা, সবুজ মোল্যা ও কোবাদ মিয়া কে আটক করেছে। সংঘর্ষ চলাকালিন সময়ে সবুজ মোল্যা নামের এক ব্যক্তির বাড়িতে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। খবর পেয়ে মহম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

ঘটনা স্থলে উপস্থিত হয়ে পুলিশ সুপার জহিরুল ইসলাম বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। পুলিশ ৪ জনকে আটক করেছে। সঠিক তদন্ত করে হত্যাকান্ডের ঘটনায় জড়িত সকলকে আটক করে আইনের আওতায় আনা হবে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন মাগুরায় | জমি | নিয়ে | বিরোধ | চাচার | হাতে | ভাতিজা | খুন