আর্কাইভ থেকে ক্রিকেট

সাকিবদের সামনে দাঁড়াতে পারলো না রংপুর

সাকিবদের সামনে দাঁড়াতে পারলো না রংপুর
বিপিএলে সাকিবের হাত ধরে একের পর এক ম্যাচ জিতেই চলেছে ফরচুন বরিশাল। সাকিব ও ইফতেকার মিলে রংপুরের বোলারদের তুলোধোনা করে ২৩৮ রানের পাহাড় গড়েছিল বরিশাল। জবাবে খেলতে নেমে ১৭১ রানে থেমে যায় রংপুরের ইনিংস।   বড় রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই সব ব্যাটার ছিলেন যাওয়া আসার মধ্যে। ২৮ রানের মাথায় ভাঙ্গে ওপেনিং জুটি। রনি তালুকদারের পর এক রান করে ফিরে যান পারভেজ ইমোন। দলীয় ৩৮ রানের মাথায় ফেরেন সামি আয়ুব। ৯ বলে ১০ রান করে অধিনায়ক শোয়েব মালিক আউট হয়ে গেলে মোহাম্মদ নাইম (৩১), মোহাম্মদ নেওয়াজ (৩৩) ও শামীম হোসেন (৪৪) অপরাজিত ইনিংস খেললেও সাকিবদের রানের পাহাড়ে পৌঁছাতে পারে নি।   এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টচে হেরে ব্যাটিংয়ে নামে বরিশাল। শুরুটা খুব একটা ভালো ছিল না সাকিবদের। ৩০ রানে এনামুল হক বিজয় আউট হবার পর স্কোরবোর্ডে রান যোগ না হতেই বিদায় নেন ইব্রাহিম জর্ডান। এরপর ৪৬ রানে মাথায় আবারও দুই উইকেটের পতন। মিরাজের পর আউট হয়ে ফেরেন রিয়াদও। ঠিক তারপর ইফতেকার আহমেদ ও সাকিব আল হাসান মিলে শুরু করেন তাণ্ডব। দুজন মিলে গড়েন রেকর্ড ১৯২ রানের জুটি। যা বিপিএল ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ জুটি। ৪৫ বলে ১০০ করেন ইফতেকার এবং ৪৩ বল খেলে ৮৯ রান করেন সাকিব। টি-টোয়েন্টি ক্যারিয়ারে সাকিবের এটাই সর্বোচ্চ রানের ইনিংস।  

এ সম্পর্কিত আরও পড়ুন সাকিবদের | সামনে | দাঁড়াতে | পারলো | রংপুর