আর্কাইভ থেকে বাংলাদেশ

ঢাবির শতবর্ষপূর্তিতে সশরীরে থাকছে না কোনো অনুষ্ঠান

ঢাবির শতবর্ষপূর্তিতে সশরীরে থাকছে না কোনো অনুষ্ঠান

১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শতবর্ষপূর্তি।  প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত এই বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তিতে জাঁকজমক অনুষ্ঠানের কথা থাকলেও করোনা মহামারির কারণে দিবসটি উপলক্ষে ক্যাম্পাসে সশরীরে কোনো অনুষ্ঠান হবে না, তবে অনলাইনে প্রতীকী কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শতবর্ষপূর্তির মূল অনুষ্ঠান বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণভাবে আগামী ১ নভেম্বর অনুষ্ঠিত হবে। তবে, শতবর্ষপূর্তির প্রতীকী কর্মসূচির অংশ হিসেবে পহেলা জুলাই বিকেল ৪টায় ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সভায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভাপতিত্ব করবেন। মূল বক্তা হিসেবে সংযুক্ত থাকবেন ভাষাসৈনিক, কলামিস্ট ও বুদ্ধিজীবী আবদুল গাফফার চৌধুরী। তিনি ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ: ফিরে দেখা’ শীর্ষক মূল বক্তব্য উপস্থাপন করবেন।

ভার্চুয়াল আলোচনা সভাটি ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

মুক্তা মাহমুদ

এ সম্পর্কিত আরও পড়ুন ঢাবির | শতবর্ষপূর্তিতে | সশরীরে | থাকছে | কোনো | অনুষ্ঠান