আর্কাইভ থেকে ইউরোপ

সিটবেল্ট না বাঁধায় জরিমানা গুণবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

সিটবেল্ট না বাঁধায় জরিমানা গুণবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
চলন্ত গাড়িতে সিটবেল্ট না বাঁধায় ক্ষমা চাওয়ার পরেও ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাককে (৪২) জরিমানা করেছে দেশটির পুলিশ। শনিবার (২১ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ঋষি সুনাকের নাম উল্লেখ না করে ল্যাঙ্কেশায়ার পুলিশ এক টুইটে জানায়, সিটবেল্ট না পরে ল্যাঙ্কেশায়ারের সড়কে ৪২ বছরের এক ব্যক্তি গাড়ি চালানোর কারণে তাকে জরিমানা করা হয়েছে। তবে, ঋষি সুনাককে কত টাকা জরিমানা দিতে হয়েছে তা জানা যায়নি। দেশটির আইন অনুযায়ী, গাড়িতে থাকাকালে সিটবেল্ট না বাঁধলে ১০০ পাউন্ড জরিমানা করা হয়। তবে, অভিযোগ আদালতে গেলে জরিমানা ৫০০ পাউন্ড পর্যন্ত হতে পারে। এর আগে, গেলো ১৯ জানুয়ারি সিটবেল্ট না পরে চলন্ত গাড়িতে ভিডিও ধারণ করে ইনস্টাগ্রামে শেয়ার করেন ঋষি সুনাক। এরপরই এ নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়। এক পর্যায়ে বিষয়টির জন্য ক্ষমাও চান তিনি। সরকারে থাকাকালীন ঋষি সুনাক এ নিয়ে দ্বিতীয়বার নির্দিষ্ট শাস্তির নোটিশ পেলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন সিটবেল্ট | বাঁধায় | জরিমানা | গুণবেন | ব্রিটিশ | প্রধানমন্ত্রী