আর্কাইভ থেকে করোনা ভাইরাস

যেভাবে খোলা থাকবে হোটেল-রেস্তোরাঁ

যেভাবে খোলা থাকবে হোটেল-রেস্তোরাঁ

করোনা সংক্রমণ রোধে আগামীকাল বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সাত দিনের ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হচ্ছে বলে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে শুধুমাত্র খাবার বিক্রয়ের জন্য হোটেল-রেস্তোরাঁ খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খাবার বিক্রয় (শুধুমাত্র Online/Take way) করতে পারবে।

আজ বুধবার (৩০ জুন) সকালে বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। ১ জুলাই সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত এই বিধিনিষেধ থাকবে। কঠোর এই বিধিনিষেধ বাস্তবায়ন করতে পুলিশ-বিজিবির সঙ্গে মাঠে থাকবে সেনাবাহিনীও।

লকডাউন চলাকালে সকল অফিস বন্ধের পাশাপাশি যন্ত্রচালিত যানবাহন, শপিংমল দোকানপাট বন্ধ থাকবে।

এ সময়ে জরুরি পরিষেবা প্রদানকারী কর্মরতরা ছাড়া এবং জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এতে আরও বলা হয়,  এ ছাড়া মাস্ক পরিধানসহ সব স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়।

শেখ সোহান

এ সম্পর্কিত আরও পড়ুন যেভাবে | খোলা | থাকবে | হোটেলরেস্তোরাঁ