আর্কাইভ থেকে বিএনপি

‘মানে সসম্মানে বিদায় হোন, তত্ত্বাবধায়ক সরকার দেন’

‘মানে সসম্মানে বিদায় হোন, তত্ত্বাবধায়ক সরকার দেন’
এখন ইউনিয়ন পরিষদ নির্বাচনেও জনগণ ভোট দিতে পারে না। নির্বাচনে বিএনপির প্রার্থীদের কৌশল করে হারিয়ে দেয়া হয়। বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২১ জানুয়ারি) বেলা ১১টার দিকে ঠাকুরগাঁও শহরে বিএনপি কার্যালয়ে শীতবস্ত্র বিতরণের আগে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, জাতীয় পর্যায়ের ভোটে কোনো ধরনের অনিয়মের সুযোগ দেয়া হবে না। তিনি বলেন, হারিয়ে দেয়া নির্বাচনে বিএনপি আর যাবে না। ‘বারবার ঘুঘু তুমি খেয়ে গেছো ধান।’ এবারের নির্বাচনে ঘুঘুকে আর ধান খেতে দেয়া হবে না। ফখরুল বলেন, ২০১৮ সালের নির্বাচনে আগের রাতেই ভোট হয়েছে। এবারে তা হবে না। আগে যেমন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতো, জনগণ তার নিজের ভোট নিজে দিতো, তেমন নির্বাচন দিতে হবে।’ তিনি আরও বলেন, ইভিএম মেশিনে ধানের শীষে ভোট দিলে নৌকায় চলে যাবে। এই মেশিনে ভোট দেয়ার পর ভোটারকে একটি পেপার দেয়া হয় যে, আপনি কোথায় ভোট দিলেন তার একটা ডকুমেন্ট। ইন্ডিয়াতে দেয়া হয়, পৃথিবীর অন্যান্য দেশে দেয়া হয়; এখানে দেয়া হয় না। আমরা এবার এটা করতে দেব না। পরিষ্কার কথা, মানে সসম্মানে বিদায় হোন; একটা তত্ত্বাবধায়ক সরকার দেন। বিএনপির এ নেতা আরও বলেন, নির্বাচন নিয়ে ইতরামি আর চলবে না। আমরা জনগণকে নিয়ে এবং সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে যুগপৎ আন্দোলন করছি। আমরা যদি এ আন্দোলনে জয়লাভ করতে পারি, তাহলে একটি জাতীয় সরকার গঠন হবে।    

এ সম্পর্কিত আরও পড়ুন মানে | সসম্মানে | বিদায় | হোন | তত্ত্বাবধায়ক | সরকার | দেন