আর্কাইভ থেকে দেশজুড়ে

ফলাফল বাতিল চেয়ে প্রধান নির্বাচন কমিশনারসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

ফলাফল বাতিল চেয়ে প্রধান নির্বাচন কমিশনারসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

নির্বাচনী ফলাফল বাতিল চেয়ে নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারসহ ১১ জনের বিরুদ্ধে একটি  মামলা দায়ের করা হয়েছে।

বুধবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করছেন মামলার বাদী পক্ষের আইনজীবী মোঃ আজাদ রহমান।

আদালতের বিচারক মো. ইফতেখারুল ইসলাম মামলাটির আদেশ দানে পরবর্তী দিন ধার্য্যের নির্দেশ দেন।

মামলায় অভিযুক্তরা হলেন, মেমনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বিজয়ী ইউপি সদস্য মনির হোসেন চৌকিদার, অপর প্রার্থী দুলাল হোসেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার,সচিব , সহকারী সচিব, বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা, রিটার্নিং অফিসার উপজেলা কৃষি কর্মকর্তা, মেমনিয়া ইউপি চেয়ারম্যান ও সচিবসহ ১১ জন ।

আইনজীবী মোঃ আজাদ রহমান জানান, গত ২১ জুন হিজলার ২ নম্বর মেমনিয়া ইউপির ৩ নম্বর ওয়ার্ড সদস্য পদে মনির হোসেন চৌকিদার ফুটবল প্রতিক, দুলাল হোসেন টিউবওয়েল  প্রতিক ও আ. লতিফ মৃধা মোরগ প্রতিকে নির্বাচনে অংশগ্রহণ করেন।

গত ১৭ জুন রিটার্নিং কর্মকর্তাকে দিয়ে আবুল ঢালীর বাড়ির মল্লিক ই এবতাদায়ী মাদরাসা ভোটকেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সৈয়দ আল আমিনকে নিয়োগ দেন। এতে আ. লতিফ মৃধা আপত্তি জানালে ১৯ জুন প্রিজাইডিং কর্মকর্তা হিসাবে মহিষখোলা ফাজিল মাদরাসা প্রভাষক কামাল উদ্দিনকে নিয়োগ দেয়া হয়। কিন্তু ২০ জুন প্রিজাইডিং কর্মকর্তা হিসাবে পুনরায় উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সৈয়দ আল আমিনকে বহাল করা হয়।

ফলে প্রিজাইডিং কর্মকর্তা কর্মকর্তা সৈয়দ আল আমিন প্রকাশ্যে তার প্রশাসনিক ব্যক্তিদের নিয়ে ফুটবল প্রতীকের মনির হোসেন চৌকিদারের পক্ষে কাজ করেন।

তারা অন্যান্য প্রার্থীদের এজেন্টদের মারধর করাসহ তাদের কেন্দ্রে দিয়ে তাড়িয়ে দেন। এসময় মোরগ প্রতীকের আ. লতিফ মৃধা প্রতিবাদ করলে তাকেও মারধর করা হয়। পরে ফুটবল প্রতীকে সীল দিয়ে ব্যালট বাক্স ভর্তি করেন।

আ. লতিফ আবারো প্রতিবাদ করলে ২ ঘণ্টার জন্য ভোট গ্রহণ বন্ধ রাখা হয়। ২ ঘণ্টা পর পুনরায় ভোট গ্রহণ শুরু করে অন্যান্য প্রার্থীদের অনুপস্থিতিতে ফুটবল প্রতীকের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন ফলাফল | বাতিল | চেয়ে | প্রধান | নির্বাচন | কমিশনারসহ | ১১ | জনের | বিরুদ্ধে | মামলা