আর্কাইভ থেকে জাতীয়

স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সাক্ষাৎ করবেন মঙ্গলবার (২৪ জানুয়ারি)। দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণাকে সামনে রেখে ওই দিন দুপুর দুইটায় তাদের মধ্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। সোমবার (২৩ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম সাংবাদিকদের এ তথ্য জানান। মো. জাহাঙ্গীর বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে সংসদ সচিবালয় থেকে সময় পাওয়া গিয়েছে। মঙ্গলবার দুপুর ২টায় স্পিকারের সঙ্গে সিইসি সাক্ষাৎ করবেন। সাক্ষাতে আলোচনার পর বিস্তারিত জানানো হবে। এর আগে নিয়মানুযায়ী, দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পিকারের সাক্ষাৎ চাওয়া হয়েছিল। পরে রোববার (২২ জানুয়ারি) রাতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সাংবাদিকদের জানিয়েছিলেন, রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে সিইসির সাক্ষাতের জন্য নির্বাচন কমিশন সচিবালয় থেকে সংসদ সচিবালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। চলতি সপ্তাহের মধ্যে সাক্ষাৎ হতে পারে। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি কার্যভার গ্রহণের তারিখ থেকে পরবর্তী পাঁচ বছর তার পদে অধিষ্ঠিত থাকতে পারেন। বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২০১৮ সালের ২৪ এপ্রিল কার্যভার গ্রহণ করেন। সে মোতাবেক তার দায়িত্বের পাঁচ বছর মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৩ এপ্রিল।  

এ সম্পর্কিত আরও পড়ুন স্পিকারের | সঙ্গে | সিইসির | বৈঠক | মঙ্গলবার