আর্কাইভ থেকে দেশজুড়ে

পাগলা মহিষের শিঙের গুতায় ৩ জনের মৃত্যু

পাগলা মহিষের শিঙের গুতায় ৩ জনের মৃত্যু
টাঙ্গাইলের দেলদুয়ারে পাগলা মহিষের আক্রমণে আহত আরও দুইজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসমত আলী খান এবং একই এলাকার কিতাব আলী নামের এক ব্যক্তি। সোমবার (২৩ জানুয়ারি) রাত পৌনে নয়টার দিকে ঢাকার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে হাসমত আলী ও সন্ধ্যায় টাঙ্গাইল জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে কিতাব আলীর মৃত্যু হয়। এর আগে রোববার (২২ জানুয়ারি) পাগলা মহিষের আক্রমণে হাজেরা বেগমের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয় কমপক্ষে দশজন। বিষয়টি নিশ্চিত করেন দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা। তিনি জানান, রোববার সকালে লাউহাটি ইউনিয়নের তারুটিয়া গ্রামে জনসাধারণের উপর পাগলা মহিষটি আক্রমণ করে। এসময় মহিষটির আক্রমণে শিকার হয়ে অন্তত দশ জনের অধিক আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে ওইদিনই বিকেল তিনটার দিকে মির্জাপুর কুমুদিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাজেরা বেগমের মৃত্যু হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় আহতদের মধ্যে সোমবার রাতে হাসমত আলী এবং কিতাব আলী মারা যান।

এ সম্পর্কিত আরও পড়ুন পাগলা | মহিষের | শিঙের | গুতায় | ৩ | জনের | মৃত্যু