আর্কাইভ থেকে জনদুর্ভোগ

কুড়িগ্রামে ধরলাসহ বিভিন্ন নদ-নদীর পানি বাড়ছে, বন্যার আশঙ্কা

কুড়িগ্রামে ধরলাসহ বিভিন্ন নদ-নদীর পানি বাড়ছে, বন্যার আশঙ্কা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে টানা ৩ দিনের ভারি বুষ্টিপাত ও উজানের পাহাড়ী ঢলে বিভিন্ন নদ-নদী, খাল-বিলসহ শেখ হাসিনা ধরলা সেতু পয়েন্টে পানি বৃদ্ধি পেয়ে ৩০.৫৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আজ বৃহস্পতিবার (১ জুলাই) দুপুর ১২ টা পর্যন্ত ১৪.৫ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সীমান্তবর্তী এ উপজেলার ভারি বৃষ্টিপাত ও উজানের ঢলে ধরলা, বারোমাসিয়া ও নীলকমল নদীর পানি বৃদ্ধি পাওয়ায় চলতি মাসের প্রথম সপ্তাহে স্বল্প মেয়াদী বন্যার পূর্বাভাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র রায় জানান, গতকাল বুধবার (৩০ জুন) সকাল ৬ পর্যন্ত গত ২৪ ঘন্টায় জেলা জুড়ে ৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

উপজেলা প্রকল্পবাস্তবায়ণ কর্মকর্তা (পিআইও) সবুজ কুমার গুপ্ত জানান, বন্যার আগাম পূর্বাভাসে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। কোভিড ও বন্যা মোকাবিলায় এ উপজেলায় ২৭ মেট্রিক টন চাউল ও ৩২ লাখ ৪৫ হাজার টাকা মজুদ আছে। পাশাপাশি আশ্রয় কেন্দ্রের তালিকা তৈরী করে অধিদপ্তরে পাঠানো হয়েছে।

সম্ভাব্য বন্যা মোকাবিলার বিষয়ে প্রস্তুতি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমন দাস জানান, উপজেলার দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা হয়েছে। সভায় বন্যা মোকাবেলার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জন প্রতিনিধিদের নির্দেশনা দেয়া হয়েছে। তার বন্যা পরিস্থিতিতে প্রয়োজনে বন্যা কবলিত মানুষদেও খোঁজ খবর রাখা ও যেন আশ্রয় কেন্দ্রসহ নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া যায় এ ব্যাপারে কাজ করবেন বলে নিদের্শনা দেয়া হয়েছে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন কুড়িগ্রামে | ধরলাসহ | বিভিন্ন | নদনদীর | পানি | বাড়ছে | বন্যার | আশঙ্কা