আর্কাইভ থেকে দেশজুড়ে

ফুলবাড়ীতে ধরলার ভাঙনের কবলে চারটি গ্রাম, গ্রামবাসীর মানববন্ধন

ফুলবাড়ীতে ধরলার ভাঙনের কবলে চারটি গ্রাম, গ্রামবাসীর মানববন্ধন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে টানা তিনদিনের অবিরাম বৃষ্টি  ও উজানের ঢলে ধরলা বাড়তে থাকায় বড়ভিটা ইউনিয়নের চারটি গ্রাম ধরলা নদীর ভাঙনের কবলে পড়েছে। নতুন করে ভাঙনের কবলে পড়ায় দিশেহারা হয়ে পড়েছে ওই এলাকার ধরলার তীরবর্তী শতশত মানুষ। সেই সাথে তারা দুচিন্তায় পড়ছেন  তাদের ঘরবাড়ী নিয়ে ।

বুধবার বিকেলে ভাঙন প্রতিরোধে বড়ভিটা ইউনিয়নে ধরলার তীরে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

মানববন্ধনে বক্তব্য রাখেন,বড়বাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  আশরাফুল হক মিঠু, স্থানীয় বাসিন্দা আবুল কাশেম, বদিয়ার রহমান, আব্দুল মতিনসহ আরও অনেকে। এসময়  বক্ততারা জানান,  প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন শুরু হয়েছে। কিন্তু  ভাঙনরোধে ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন-নিবেদন করে কোন প্রতিকার পাওয়া যায়নি। এমনকি কেউ দেখতে পর্যন্ত আসেননি। তাই অবিলম্বে ভাঙন রোধের ব্যবস্থা গ্রহনের দাবী জানান তারা । 

বড়ভিটা ইউপি চেয়ারম্যান মো.খয়বর আলী বলেন, আমরা ভাঙন রোধে অনেক বার বিভিন্ন জায়গায় আবেদন করেছি। এখনো কোন ধরণের ভাঙন প্রতিরোধে ব্যবস্থা গ্রহন করেননি কর্তৃপক্ষ। ভাঙনের শিকার পরিবারগুলোর মাঝে ত্রান সামগ্রী বিতারণ করা হবে। তাই তালিকা করা হচ্ছে ।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী মো. ওমর ফারুক জানান, ওই এলাকার ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে  প্রস্তাবনা পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে ভাঙন ঠেকাতে কাজ শুরু করা হবে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন ফুলবাড়ীতে | ধরলার | ভাঙনের | কবলে | চারটি | গ্রাম | গ্রামবাসীর | মানববন্ধন