আর্কাইভ থেকে করোনা ভাইরাস

করোনায় কোন বিভাগে কতজন মারা গেলেন

করোনায় কোন বিভাগে কতজন মারা গেলেন

দেশে করোনাভাইরাসে গেলো২৪ ঘন্টায় এ যাবতকালের একদিনে সর্বোচ্চ রেকর্ডসংখ্যক ১৪৩ জন মারা গেছেন। এদের মধ্যে পুরুষ ৯০ ও নারী ৫৩ জন। এর আগে গত ২৭ জুন দ্বিতীয় সর্বোচ্চ ১১৯ জন, গতকাল ১১৫ এবং আগের দিন মারা যান ১১২ জন।

গেলো ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ৩৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৫ জন, রাজশাহী বিভাগে ১৯ জন, খুলনা বিভাগে সর্বোচ্চ ৪৬ জন, বরিশাল বিভাগে ৮ জন, সিলেট বিভাগে ৭ জন, রংপুর বিভাগে ১০ জন এবং ময়মনসিংহ বিভাগে ৩ জন রয়েছেন। এদের মধ্যে ১০৯ জন সরকারি, ২৩ জন বেসরকারি হাসপাতালে এবং ১১ জন বাসায় মারা গেছেন।

আজ বৃহস্পতিবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এখন পর্যন্ত দেশে করোনা মহামারিতে মারা গেছেন ১৪ হাজার ৬৪৬ জন। দেশে এ পর্যন্ত মৃতদের মধ্যে পুরুষ ১০ হাজার ৪১৪ জন, ৭১ দশমিক ১১ শতাংশ এবং নারী ৪ হাজার ২৩১ জন, ২৮ দশমিক ৮৯ শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ৩২ হাজার ৫৫ জনের নমুনা পরীক্ষায় ৮ হাজার ৩০১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকাল ৩৫ হাজার ১০৫ জনের নমুনা পরীক্ষায় ৮ হাজার ৮২২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।

 

দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৫ দশমিক ৯০ শতাংশ। আগের দিন এই হার ছিল ২৫ দশমিক ১৩ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৬৬ লাখ ৪০ হাজার ৯৮২ জনের নমুনা পরীক্ষায় ৯ লাখ ২১ হাজার ৫৫৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৮৮ শতাংশ ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গেলো ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৪ হাজার ৬৬৩ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ লাখ ২০ হাজার ৯১৩ জন।

এ সম্পর্কিত আরও পড়ুন করোনায় | বিভাগে | কতজন | মারা | গেলেন