আর্কাইভ থেকে খেলাধুলা

আইসিসির বর্ষসেরা টানা দুইবার ওয়ানডে ক্রিকেটার বাবর

আইসিসির বর্ষসেরা টানা দুইবার ওয়ানডে ক্রিকেটার বাবর
আইসিসির বর্ষসেরা টানা দ্বিতীয়বারের মতো পুরস্কার পেলেন ওয়ানডে ক্রিকেটারের পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। বর্তমানে ওয়ানডে ব্যাটিং র্যা ঙ্কিংয়ে শীর্ষস্থানে অবস্থান করছেন তিনি। গেলো ২০২১ সালেও তিনি এ পুরস্কারে ভূষিত হন। এর আগে বাবর আজমকে অধিনায়ক করে আইসিসি বর্ষসেরা ওয়ানডে দল ঘোষণা করে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের নাম ঘোষণা করে আইসিসি। শুধু ব্যাট হাতে সাফল্যই নয় অধিনায়ক হিসেবেও ২০২২ সালে ওয়ানডে ক্রিকেটে দারুণ কেটেছে বাবরের। ৫০ ওভারের ক্রিকেটে লাহোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে হার ছাড়া আর কোন ব্যর্থতা নেই তার নামের পাশে। ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে বেশিরভাগ সময় টি-টোয়েন্টি ক্রিকেটই মাঠে গড়িয়েছে। তাই ওয়ানডে ফরম্যাচে কম খেলা হয়েছে। ম্যান ইন গ্রিনদের হয়ে ডানহাতি এই ব্যাটার মোট ৯ ম্যাচ খেলেছেন। যেখানে ৮৪.৮৭ গড়ে রান করেন ৬৭৯। ৯ ম্যাচে ১০০ এর গন্ডি পার করেছেন ৩ বার। ২৮ বছর বয়সী এই পাকিস্তানি ব্যাটার ৯ ইনিংসে ৩ সেঞ্চুরি ছাড়াও ২০২২ এ ৫ বার করেছেন ফিফটি। কেবল ১ ইনিংসে ৫০ এর গন্ডি ছাড়াতে পারেননি। পাকিস্তানের জার্সিতে বাবর আজম এখন পর্যন্ত ৯৫ ম্যাচ খেলে ৪ হাজার ৮১৩ রান সংগ্রহ করেছেন। যেখানে ১৭টি সেঞ্চুরির পাশাপাশি রয়েছে ২৪টি হাফসেঞ্চুরি। সর্বোচ্চ সংগ্রহ ১৫৮ রান।

এ সম্পর্কিত আরও পড়ুন আইসিসির | বর্ষসেরা | টানা | দুইবার | ওয়ানডে | ক্রিকেটার | বাবর