আর্কাইভ থেকে ক্রিকেট

ব্যাটিং বিপর্যয়ের পর শত রান ছুঁতে পারলো না ম্যাশরা

ব্যাটিং বিপর্যয়ের পর শত রান ছুঁতে পারলো না ম্যাশরা
বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে সিলেট পর্বের খেলা শুরু হয়েছে আজ। দিনের প্রথম খেলায় স্বাগতিক সিলেট স্ট্রাইকারস মুখোমুখি হয়েছিল রংপুর রাইডারসের। টচে হেরে ব্যাট করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পরে সিলেট। মাত্র ১৮ রানে হারিয়ে যায় ৭ টি উইকেট। শেষ পর্যন্ত অধিনায়ক মাশরাফি ও তানজিম হাসান সাকিবের হাত ধরে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯২ রান সংগ্রহ করে সিলেট।   শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টচ জিতে রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান বোলিংয়ের সিদ্ধান্ত নেন। টচে হরে ব্যাট করতে নেমে শুরু থেকেই যাওয়া আসার মধ্যে ছিলেন সব ব্যাটার। নাজমুল শান্তর ৯ ও টম মোরেস ২ রানের পর, তৌহিদ হৃদয়, জাকির হাসান  ও মুশফিকুর রহিম ফেরেন খালি হাতে। ১৮ রানে ৭ উইকেট হারিয়ে দল যখন অর্ধশত করতে পাবে কি না এমন শঙ্কায়, তখনি দলের হাল ধরেন অধিনায়াক মাশরাফি ও তানজিম সাকিব। দুজনে মিলে গড়েন ৪৮ রানের জুটি। এরপর ব্যক্তিগত ২১ রানে ক্যাচ আউট হয়ে ফেরেন মাশরাফি। তখনও ব্যাট চালাতে থাকেন সাকিব। কিন্তু দলীয় ৮৫ রানের মাথায় ৪১ রানে বোল্ড আউট হয়ে সাজঘরে ফেরেন এই পেসার। রংপুরের হয়ে হাসান মাহমুদ এবং আজমতউল্লাহ ওমরজাই সংগ্রহ করেন সর্বোচ্চ ৩ টি করে উইকেট। আরও পড়ুনঃ গোল শূন্য রোনালদো, সুপার কাপ থেকে দলের বিদায়

এ সম্পর্কিত আরও পড়ুন ব্যাটিং | বিপর্যয়ের | শত | রান | ছুঁতে | পারলো | ম্যাশরা