আর্কাইভ থেকে দেশজুড়ে

অক্সিজেন সংকটে বগুড়ায় ১৩ ঘণ্টায় ৭ জনের মৃত্যু

অক্সিজেন সংকটে বগুড়ায় ১৩ ঘণ্টায় ৭ জনের মৃত্যু

অক্সিজেন সংকটের কারণে বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে সাতজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও ১০ জনের অবস্থা সংকটাপূর্ণ বলে জানা যায়। 

বৃহস্পতিবার  রাত ৮টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ১৩ ঘণ্টায় এ  সাতজনের মৃত্যু হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে,  শুক্রবার সকাল ৭টা পর্যন্ত ২২৩ জন রোগী ভর্তি ছিলেন। যাদের অধিকাংশেরই উচ্চ মাত্রার অক্সিজেন সরবরাহ প্রয়োজন। কিন্তু হাসপাতালটিতে বর্তমানে মাত্র দুটি হাইফ্লো ন্যাজাল ক্যানোলা রয়েছে। ফলে দুজনের বেশি রোগীকে একসঙ্গে উচ্চমাত্রার অক্সিজেন দেওয়া সম্ভব নয়। ফলে যাদের অক্সিজেন স্যাচুরেশন (রক্তে ঘনীভূত অক্সিজেনের মাত্রা) ৮৭ এর নিচে তাদের জীবন সংকটাপন্ন হয়ে পড়েছে।

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক শফিক আমিন কাজল জানান,  রোগীদের মধ্যে যাদের অক্সিজেন স্যাচুরেশন ৯০ এর ওপরে কেবল তাদের ফেস্ক মাস্ক দিয়ে অক্সিজেন দিয়ে বাঁচানো সম্ভব। আর যাদের অক্সিজেন স্যাচুরেশন ৯০ এর নিচে কিন্তু ৮৭ এর ওপরে তাদের রিব্রিদার মাস্ক দিয়েও সুস্থ করে তোলা যায়। তবে যাদের অক্সিজেনের মাত্রা ৮৭-এর নিচে তাদের জন্য অবশ্যই উচ্চমাত্রার অর্থাৎ হাইফ্লোন্যাজাল ক্যানোলাযুক্ত অক্সিজেন প্রয়োজন। তা ছাড়া তাদের বাঁচানো কঠিন হয়ে পড়ে। আর অক্সিজেন সংকটের কারণে বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত গত ১৩ ঘণ্টায় সাতজনের মৃত্যু হয়েছে এবং আরও অন্তত ১০ জনের অবস্থা খুবই সংকটাপন্ন।

এ সম্পর্কিত আরও পড়ুন অক্সিজেন | সংকটে | বগুড়ায় | ১৩ | ঘণ্টায় | ৭ | জনের | মৃত্যু