আর্কাইভ থেকে ক্রিকেট

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজে হচ্ছে না প্রস্তুতি ম্যাচ

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজে হচ্ছে না প্রস্তুতি ম্যাচ
মার্চে টাইগার্সদের বিপক্ষে ওয়ান্ডে ও টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ইংল্যান্ড জাতীয় দল। সূচি অনুযায়ী, আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশে পা রাখার কথা ছিল জস বাটলাদের। মূল সিরিজের আগে সিলেটে ২৪ ও ২৬ ফেব্রুয়ারি দুটি প্রস্তুতি ম্যাচও খেলার কথা ছিল তাদের। কিন্তু তবে দুই বোর্ডের আলোচনায় বাতিল হয়েছে প্রস্তুতি ম্যাচ। রোববার (২৯ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিইও নিজামউদ্দিন চৌধুরি সুজন গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “আমাদের কিছু পরিকল্পনা ছিল, সবকিছু বিবেচনা করে আমরা ভেন্যু ঠিক করি। সে চিন্তা থেকে ইংল্যান্ড সিরিজে প্রস্তুতি ম্যাচের একটা সূচি ছিল। যেটা আমরা সিলেটের জন্য পরিকল্পনা করেছিলাম। শেষ পর্যন্ত ইংল্যান্ড টিম তাদের এই সফরকে স্রেফ অফিসিয়াল ম্যাচের মধ্যেই সীমাবদ্ধ রেখেছে বলে এবার ( প্রস্তুতি ম্যাচ আয়োজন) করা সম্ভব হয়নি।”   প্রস্তুতি ম্যাচ বাতিল হওয়ায়  ২০ তারিখের পরিবর্তে ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে পা রাখবে ইংলিশরা। আগামী ১ মার্চ অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ৬ মার্চ অনুইষ্ঠিত হবে সিরিজের শেষ ওয়ানডে। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ৯ মার্চ অনুষ্ঠিত হবে চট্টগ্রামেই। ১২ ও ১৪ মার্চ পরের দুই ম্যাচ আবার অনুষ্ঠিত হবে মিরপুরে।    

এ সম্পর্কিত আরও পড়ুন বাংলাদেশইংল্যান্ড | সিরিজে | হচ্ছে | প্রস্তুতি | ম্যাচ