আর্কাইভ থেকে আফ্রিকা

ইথিওপিয়ার টিগ্রে সংঘাতে দুর্ভিক্ষ কবলিত চার লাখের বেশি মানুষ

ইথিওপিয়ার টিগ্রে সংঘাতে দুর্ভিক্ষ কবলিত চার লাখের বেশি মানুষ

ইথিওপিয়ার টিগ্রে অঞ্চলে সরকারি বাহিনী ও টিএলপিএফ বিদ্রোহীদের মধ্যে সংঘাতে দুর্ভিক্ষ কবলিত হয়েছে দেশটির চার লাখের বেশি মানুষ। শুক্রবার এ নিয়ে সতর্ক করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

আর্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, বর্তমানে দেশটির ইথিওপিয়ার প্রায় ৩৩ হাজার শিশু খাদ্যের অভাবে অপুষ্টিতে ভুগছে। সরকারি বাহিনী ও টিএলপিএফ বিদ্রোহীদের আট মাস ধরে চলা এই সংঘাতের কারণে দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে আরও ১৮ লাখ মানুষ।

এর আগে গেল সোমবার ইথিওপিয়ায় একপাক্ষিকভাবে যুদ্ধবিরতি ঘোষণা করে দেশটির সরকার। তবে শত্রুদের টিগ্রে অঞ্চল থেকে বিতাড়িত করার অঙ্গীকার করার কথা জানায় টিএলপিএফ।

তাই টিগ্রে অঞ্চলে যেকোন সময় বিবদমান দুই পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। টিগ্রেতে সংঘাতের কারণে এখন পর্যন্ত এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সংঘাত থেকে বাঁচতে ঘরবাড়ি থেকে পালিয়ে বাস্তুচ্যুত হয়েছে ২০ লাখের বেশি মানুষ।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন ইথিওপিয়ার | টিগ্রে | সংঘাতে | দুর্ভিক্ষ | কবলিত | চার | লাখের | বেশি | মানুষ