আর্কাইভ থেকে ফুটবল

টাইব্রেকারে কপাল পুড়লো সুইজারল্যান্ডের

টাইব্রেকারে কপাল পুড়লো সুইজারল্যান্ডের

রাউন্ড অব সিক্সটিনের রোমাঞ্চ সেমিফাইনালেও টেনে এনেছিলো স্পেন ও সুইজারল্যান্ড। তবে এদিন টাইব্রেকারে কপাল পুড়েছে সুইসদের। উনাই সিমোনের বীরত্বে শেষ চারে পা রেখেছে স্পেন। 

ভাগ্য পরিক্ষায়, মিসের শুরুটা করেছিলেন স্পেনের সার্জিও বুসকেটস। অধিনায়কের পথ অনুসরন করেছেন তৃতীয় শট নেয়া রদ্রিও। তবে সুযোগ কাজে লাগতে ব্যর্থ সুইসরা। চার শটের শেষ তিনটিতে মিস করেছেন ষার, আকাঞ্জি ও ভার্গাস।
 
সেন্ট পিটার্সবার্গে শেষের মতো শুরুর গল্পটাও স্পেনের। লিড নিতে সময় নিলো মাত্র ৮ মিনিট।  জর্ডি আলবার শটে আত্মঘাতি ডেনিস জাকারিয়া। টুর্নামেন্টের রেকর্ড দশম অওন গোল।

স্পেন শো চললো প্রথম আধঘন্টাজুড়ে। তবে লা রোহাদের লিড বাড়াতে দেননি ইয়ান সোমার। বিরতির পর বদলে গেলো চিত্র। খোলস ছেড়ে বেরুলো সুইজারল্যান্ড। তবে বাধার নাম উনাই সিমোন। চার মিনিটের ব্যবধানে ভাঙ্গলো প্রতিরোধ। জেরদান শাকিরির ঠান্ডা মাথার গোল, ম্যাচে ফেরায় রেড ক্রসদের।

কয়েক মিনিট পরই লাল কার্ড দেখে খলনায়কে রূপ নেন গোলের কারিগর রেমো ফ্রিউলার। দশজনের সুইজারল্যান্ডের বাকিটা সময় কেটেছে স্পেনের আক্রমন সমালাতে।

অতিরিক্ত সময়েও স্প্যানিশ রাজত্ব। আলোর মূখ দেখেনি সুইজারল্যান্ডের অ্যাটাকও। মঙ্গলবার ওয়েম্বলিতে সেমিফাইনালে মুখোমুখি হবে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ণ স্পেন ও ইতালি। 

এস

এ সম্পর্কিত আরও পড়ুন টাইব্রেকারে | কপাল | পুড়লো | সুইজারল্যান্ডের