আর্কাইভ থেকে বিনোদন

বিরক্ত কেন ব্রিটনি স্পিয়ার্স!

বিরক্ত কেন ব্রিটনি স্পিয়ার্স!
প্রিয় সেলিব্রিটিদের দেখার জন্য আজকাল আর হন্যে হয়ে টিভি বা সিনেমার জন্যে বসে থাকতে হয় না। বর্তমানে সোশ্যাল মিডিয়াই হল সেলিব্রিটিদের সঙ্গে সাধারণ মানুষদের দেখা করিয়ে দেয়ার সবথেকে সহজ মাধ্যম। আর এ সোশ্যাল মিডিয়া থেকেই সমস্ত আপডেট মেলে সেলিব্রিটিদের। কিন্তু এর ফলে মাঝে মধ্যেই নানা বিতর্কে জড়িয়ে পড়েন তারা। তখন উপায় না পেয়ে অনেকেই সোশ্যাল মিডিয়া ত্যাগ করেন। তবে কী কোনও বিপাকে পড়েই ইনস্টাগ্রাম বন্ধ করে দিয়েছিলেন আন্তর্জাতিক গায়িকা ব্রিটনি স্পিয়ার্স! সম্প্রতি আচমকাই ইনস্টাগ্রাম ছেড়ে যাওয়ার কারণ প্রকাশ্যে আনলেন ৪১ বছর বয়সী গায়িকা। সঙ্গে ভক্তদের তিরস্কারও করেছেন তার বাড়িতে পুলিশ পাঠানোর জন্য। আচমকাই ব্রিটনি স্পিয়ার্স তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি বন্ধ করে দিয়েছিলেন, যা তার ভক্তদের মধ্যে রীতিমতো উদ্বেগের সৃষ্টি করেছিল। এরপরেই ভক্তরা গায়িকার সুস্থতা পরীক্ষা করার জন্য তার বাড়িতে পুলিশ পাঠায়। এ ঘটনায় একেবারেই সন্তুষ্ট নন ব্রিটনি।
ব্রিটনি
ব্রিটনি
তাই তো তিনি তার টুইটার হ্যান্ডেলে এ সম্পর্কে জানিয়েছেন, এর আগে অতীতেও তিনি বেশ কয়েকবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তার অ্যাকাউন্ট মুছে ফেলেছিলেন। এছাড়াও মানসিক স্বাস্থ্য সম্পর্কেও তিনি বলেছেন যে, তিনি সম্পূর্ণ সুস্থ এবং ভাল আছেন। এবং নিজের একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, তিনি যোগ ব্যায়াম, জিমে অনুশীলন করছেন। তিনি ইনস্টাগ্রাম ছেড়ে যাওয়ার কারণ হিসেবে লিখেছেন, ‘আমি আমার ইনস্টাগ্রাম বন্ধ করে দিয়েছি কারণ, সেখানে অনেক লোক আমাকে বলেছিল যে, আমি একজন ইডিয়টের মতো নাচ করি, আমাকে পাগল লাগছিল দেখতে। সত্যি বলতে, আমি আমার যথাসাধ্য চেষ্টা করছিলাম কিন্তু লোকেরা যেভাবে এটি নিয়ে কথা বলেছেন তাতে আমি বিরক্ত হয়েছি।’ এরপর ব্রিটনি স্পিয়ার্স তার ভক্তদের বাড়িতে পুলিশ পাঠানোর প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, ‘আমি হতবাক! আমার ইনস্টাগ্রামকে যখন বন্ধ করে ফেলি, তখন ভক্তরা চিন্তিত হয়ে পুলিশ পাঠায় আমার বাড়িতে। যা সত্যিই অযাচিত। আমি আমার ভক্তদের ভক্তি করি কিন্তু যারা এটা করেছে তারা সত্যই আমার ভক্ত নয়, আমাকে খারাপ দেখানোর জন্যই তারা এই কাজটি করেছে।’
ব্রিটনি
ব্রিটনি
সবশেষে ব্রিটনি জানিয়েছেন, ‘আমি বেঁচে আছি, ভালো, সুস্থ আছি। একটি নতুন দিন শুরু করার জন্য প্রস্তুত আছি। আমার প্রকৃত ভক্তদের ঈশ্বর মঙ্গল করুন।’

এ সম্পর্কিত আরও পড়ুন বিরক্ত | কেন | ব্রিটনি | স্পিয়ার্স