আর্কাইভ থেকে এশিয়া

মিয়ানমারে প্রায় সাড়ে ২৩ হাজার কারাবন্দির সাজা মওকুফ

মিয়ানমারে প্রায় সাড়ে ২৩ হাজার কারাবন্দির সাজা মওকুফ

মিয়ানমারে ২৩ হাজার তিনশ’র বেশি কারাবন্দির সাধারণ ক্ষমা ষোষণা করেছে সামরিক জান্তা সরকার। শুক্রবার সাধারণ ছুটির দিনে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এ ঘোষণা দেন সামরিক বাহিনীর প্রধান মিন অং হ্লাইং।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, ঘোষণায় বলা হয়, বন্দিদের ভালো নাগরিক হিসেবে গড়ে তুলতে, সাধারণ মানুষকে সন্তুষ্ট করার লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি, মানবিক এবং সহানুভূতির ভিত্তি তৈরি করে শান্তি, উন্নয়ন ও শৃঙ্খলা নিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বন্দিদের সাজা মওকুফ করা হয়েছে।

এক বিবৃতিতে বলা হয়, মিয়ানমারের ২৩ হাজারের বেশি কারাবন্দির সঙ্গে ৫৫ জন বিদেশি বন্দির সাজাও মওকুফ করা হয়েছে।

এর বাইরে কারাবন্দিদের মুক্তি নিয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। মিয়ানমারে গণতন্ত্র ফিরিয়ে আনার প্রতিজ্ঞায় বৃহস্পতিবার দেশজুড়ে টানা ষষ্ঠদিনের মতো বিক্ষোভ হয়েছে।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন মিয়ানমারে | প্রায় | সাড়ে | ২৩ | হাজার | কারাবন্দির | সাজা | মওকুফ