আর্কাইভ থেকে দক্ষিণ আমেরিকা

যুক্তরাষ্ট্রে বার্গার খাওয়ার প্রতিযোগিতা; ১০ মিনিটে সাবার ৩৪টি

যুক্তরাষ্ট্রে বার্গার খাওয়ার প্রতিযোগিতা; ১০ মিনিটে সাবার ৩৪টি

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয়ে গেল বার্গার খাওয়ার প্রতিযোগিতা। এতে মাত্র ১০ মিনিটে ৩৪টি বার্গার খেয়ে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে ক্যালিফোর্নিয়ার প্রতিযোগী মলি শুইলার ও পেনসিলভানিয়ার ড্যান কেনেডি।

মার্কিন গণমাধ্যমগুলো জানায়, এবারের বার্গার প্রতিযোগিতায় মাত্র ১০ মিনিটে ৩৪টি বার্গার খেয়ে যৌথভাবে শিরোপা জিতে নিলেন ক্যালিফোর্নিয়ার মলি শুইলার। গেলবার একা বিজয়ী হলেও এবার ট্রফিটি ভাগাভাগি করে নিয়েছেন গেলবারের রানার্স আপ পেনসিলভানিয়ার ড্যান কেনেডির সঙ্গে।

ওয়াশিংটন ডিসির জেড বার্গার রেস্তারাঁয় অনুষ্ঠিত প্রতিযোগিতায় একনাগাড়ে ৩৪টি বার্গার খেয়ে তাক লাগিয়ে দেন চার সন্তানের মা মলি ও ড্যান। জয় নিশ্চিত হওয়ার পর তাদের হাতে ট্রফি ও চ্যাম্পিয়নস বেল্ট তুলে দেওয়া হয়।

বার্গার খাওয়ার এই প্রতিযোগিতায় অংশ নেয় মোট ১৪ জন। নির্ধারিত ১০ মিনিটের পর খাবার পুরোপুরি শেষ হলো কিনা তা পর্যবেক্ষণের জন্য প্রতিযোগীদের আরো দুই মিনিট সময় দেয় বিচারকরা।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন যুক্তরাষ্ট্রে | বার্গার | খাওয়ার | প্রতিযোগিতা | ১০ | মিনিটে | সাবার | ৩৪টি