আর্কাইভ থেকে দেশজুড়ে

রাজশাহীতে হ্যান্ডস্যানিটাইজার ও মাস্ক বিতরণ করেছে র‌্যাব-৫

রাজশাহীতে হ্যান্ডস্যানিটাইজার ও মাস্ক বিতরণ করেছে র‌্যাব-৫

মহামারি করোনাভাইরাস প্রতিরোধে রাজশাহীতে জনসচেতনতামূলক কর্মসূচী শুরু করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)-৫। র‌্যাব-৫ এর অধিনায়ক লেঃ কর্নেল জিয়াউর রহমান তালুকদারের নেতৃত্বে নগরীর জিরোপয়েন্টসহ বেশ কয়েকটি স্থানে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি, হ্যান্ডস্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়। একই সাথে লকডাউন কার্যকর করার জন্য নগরীর জিরোপয়েন্টে বিশেষ চেক পোষ্ট স্থাপন করা হয়।

শনিবার (৩ জুলাই) দুপুরে এই জনসচেতনতামূলক কর্মসূচী পালন আর লকডাউন কার্যকর করার জন্য নগরীর জিরোপয়েন্টে বিশেষ চেক পোষ্ট স্থাপন করেছেন র‌্যাব-৫ এর সদস্যরা।

র‌্যাবের অধিনায়ক জিয়াউর রহমান তালুকদার করোনাভাইরাস মোকাবেলায় সকলের সহযোগিতা কামনা করে বলেন, র‌্যাব দেশের যেকোনো দুর্যোগের সময় মানুষের পাশে ছিল এবং সবসময় থকবে। বিশ্বব্যাপী করোনাভাইরাসের যে মহামারি তা সবাইকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। অদৃশ্য এই শক্তির সাথে আমরা সবাই এক হয়ে কাজ করবো। 

তিনি বলেন, সচেতনতাই পারে করোনাভাইরাস থেকে আমাদের রক্ষা করতে। স্বাস্থ্যবিধি ও সরকারের বিষিনিষেধ মেনে চলার আহ্বান জানান তিনি। 

এসময়, র‌্যাব-৫ এর মেজর মোর্শেদ, সাকিবসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এস 

এ সম্পর্কিত আরও পড়ুন রাজশাহীতে | হ্যান্ডস্যানিটাইজার | ও | মাস্ক | বিতরণ | করেছে | র‌্যাব৫