আর্কাইভ থেকে ক্রিকেট

বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশের স্বর্ণা

বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশের স্বর্ণা
ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি প্রথমবারের মতো আয়োজন করেছিল অনূর্ধ্ব -১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ইংল্যান্ডকে হারিয়ে প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এবার টুর্নামেন্টের সেরা দল ঘোষণা করেছে আইসিসি। আর সে দলে জায়গা পেয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব -১৯ নারী দলের খেলোয়াড় স্বর্ণা আক্তার। সোমবার (৩০ জানুয়ারি) ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এই তালিকা প্রকাশ করে। সেরা একাদশে তিনজন করে খেলোয়াড় জায়গা পেয়েছেন চ্যাম্পিয়ন ভারত ও রানার্সআপ ইংল্যান্ডের। এছাড়া সেমিফাইনালে খেলা দুই দল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের পাশাপাশি সুপার সিক্সে খেলা বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা থেকে সেরা একাদশে জায়গা পেয়েছেন একজন করে। আর পাকিস্তানের একজন জায়গা পেয়েছেন দ্বাদশ খেলোয়াড় হিসেবে। সুপার সিক্স থেকে বাদ পড়লেও টাইগ্রেস ব্যাটার স্বর্ণা বেশ প্রশংসা পায়।টুর্নামেন্টের পাঁচ ম্যাচে ১৫৭.৭২ স্ট্রাইকরেটে ১৫৩ রান করেছেন ডানহাতি এই নারী ব্যাটার । প্রতিটি ম্যাচেই কমপক্ষে ২০ রান এসেছে তার ব্যাট থেকে। শ্রীলঙ্কার বিপক্ষে জয় পাওয়া ম্যাচে মাত্র ২৮ বলে অর্ধশতক হাঁকিয়েছিলেন তিনি। স্বর্ণা বাদে এই আসরে ১৫০ এর ওপর স্ট্রাইক রেট আছে শুধু একজনের। তিনি হলের চ্যাম্পিয়ন ভারতের অধিনায়ক শেফালি ভার্মাই।

এ সম্পর্কিত আরও পড়ুন বিশ্বকাপের | সেরা | একাদশে | বাংলাদেশের | স্বর্ণা