আর্কাইভ থেকে ক্রিকেট

জয়ের ধারা অব্যাহত ম্যাশ বাহিনীর

জয়ের ধারা অব্যাহত ম্যাশ বাহিনীর
বিপিএলে চলতি আসরে ১০ ম্যাচের ৮ ম্যাচেই জয় তুলে নিল মাশরাফির নেতৃত্বাধীন সিলেট স্ট্রাইকার্স। সব শেষ খুলনা টাইগার্সের বিপক্ষে ৩১ রানের বড় জয় তুলে নিল দলটি। টচে হেরে ব্যাট করতে নেমে ১৯২ রানের পাহাড় গড়ে তোলে ম্যাশ বাহিনী। জবাবে ১৬১ রানেই থেমে যায় খুলনা। পাহাড় সমান রান তুলতে গিয়ে শুরুটা একদম ভালো হয়নি খুলনার। ২২ রানের মধ্যেই আউট হয়ে ফেরেন দুই ওপেনার। এরপর হোপ কিছুটা আশা দেখান দলকে। ২২ বলে ৩৩ রানেই থেমে যান হোপ। মাহমুদুল হাসান জয়ের ২১ বলে ২০ এবং আজম খানের ১৭ বলে ৩৩ রানের ইনিংস ব্যাতীত কোন ব্যাটার তেমন রান তুলতে পারেনি নি। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৬১ রানেই থেমে যায় খুলনার রানের চাকা। আরও পড়ুনঃ আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে দুটি ‘এল ক্লাসিকো’ এর আগে টচ হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৯২ রান সংগ্রহ করেছে সিলেট। গত ম্যাচে ব্যাট হাতে চমক দেখা নাজমুল শান্ত ছিলেন আজ নিষ্প্রভ। ১২ বলে ৬ রানের ইনিংস খেলে শিকার হন মার্ক দয়ালের হাতে। কিন্তু দলের আরেক তরুণ ওপেনার তৌহিদ হৃদয় আজ ব্যাট হাতে ছিলেন অবিচল। সাথে যোগ দিয়েছিলেন জাকির হাসান। দুজন মিলে গড়েন ১১৪ রানের জুটি। ৪৯ বলে ৭৪ রানের ইনিংস খেলেন হৃদয় এবং ২৮ বলে ৫৩ রান করেন জাকির। শেষ সময় এসে কিছুটা ঝড় তোলেন বারল ও থিসারা পেরেরা। ১১ বলে ২১ করেন বারল এবং ৭ বলে ১৭ করেন থিসারা পেরেরা। খুলনার হয়ে মার্ক দয়াল নেন সর্বচ্চো ২ দুইকেট। আরও পড়ুনঃ সিলেটে এসে হোঁচট খেয়ে পড়ে গেলেন পাপন

এ সম্পর্কিত আরও পড়ুন জয়ের | ধারা | অব্যাহত | ম্যাশ | বাহিনীর