আর্কাইভ থেকে জাতীয়

ঢাকায় আস‌ছেন মাল‌য়ে‌শিয়ান স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকায় আস‌ছেন মাল‌য়ে‌শিয়ান স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলা‌দে‌শি কর্মী পাঠা‌নো নি‌য়ে যেসব অভি‌যোগ র‌য়ে‌ছে, সেগু‌লোর সমাধান কর‌তে ফেব্রুয়ারিতে ঢাকায় আস‌ছেন মাল‌য়ে‌শিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল। জা‌নি‌য়ে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মো‌মেন। সোমবার (৩০ জানুয়া‌রি) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে সাংবা‌দিক‌দের স‌ঙ্গে আলাপকা‌লে তিনি এ তথ্য জানান। পররাষ্ট্রমন্ত্রী ব‌লেন, তিনি (মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী) ঢাকায় আসবেন। আমরা যে কর্মী পাঠাই, এগুলোতে অনেক সময় উল্টা-পাল্টা কাজ হয়। তিনি আসছেন এগুলো ঠিক করার জন্য। আব্দুল মো‌মেন ব‌লেন, আমাদের বিশ্বাস, তিনি আসার পর মানুষ পাঠানোর ক্ষেত্রে যে কার্টেল (মধ্যস্বত্বভোগী চক্র) আছে, সেগুলো দূর হবে। ফলে বাংলাদেশ থেকে কর্মীরা হয়তো স্বল্প খরচেই মালয়েশিয়া যেতে পারবেন। মালয়েশিয়া হাইকমিশনের তথ্য বলছে, দেশটির নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ সফর করবেন। মন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরটি তার ঢাকায় হতে যাচ্ছে। সেজন্য তার সফরকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছে হাইকমিশন।

এ সম্পর্কিত আরও পড়ুন ঢাকায় | আস‌ছেন | মাল‌য়ে‌শিয়ান | স্বরাষ্ট্রমন্ত্রী