আর্কাইভ থেকে দেশজুড়ে

কুড়িগ্রামে নদ-নদীর পানি কমার সাথে সাথে বাড়ছে ভাঙন

কুড়িগ্রামে নদ-নদীর পানি কমার সাথে সাথে বাড়ছে ভাঙন

কুড়িগ্রামে নদ-নদীর পানি কমার সাথে বিভিন্ন স্থানে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। তিস্তা, ধরলা, ব্রহ্মপূত্র ও দুধকুমরসহ ১৬টি নদনদীর বিভিন্ন পয়েন্টে বেড়েছে ভাঙনের তীব্রতা। গত এক সপ্তাহে প্রায় তিন শতাধিক ঘর বাড়ি শত শত একর আবাদী জমি স্কুল ও ঈদগাহ মাঠ নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন রোধে দ্রুত স্থায়ী বেরি বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন নদী তীরবর্তি মানুষ।

কুড়িগ্রাম জেলায় বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতে নদ-নদীগুলোতে শুরু হয়েছে তীব্র ভাঙন। এ জেলার নদী তীরের বেশিরভাগ অরক্ষিত স্থানে চলছে এই ভাঙনের তীব্রতা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুরুল হক জানান, পানি কমার কারণে সদর উপজেলা ও উলিপুর উপজেলার কয়েকটি স্থানে নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে। উলিপুরের গোড়াই ও থেতরাইয়ে তিনটি শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ হুমকিতে রয়েছে।সদরের হলোখানা ইউনিয়নের সারডোবে গত কয়েকদিনে প্রায় ১০টি পরিবারের বাড়িঘর নদীগর্ভে চলে গেছে।

জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, ৯ উপজেলায় বন্যায় কবলিত ও নদী ভাঙা মানুষের সাহায্যে সরকারের দেয়া জিআর চাল ৩৭৫ মে.টন ও প্রত্যেক উপজেলায় ৭৫হাজার টাকা ইউএনওদের মাধ্যমে বিতরণের কার্যক্রম অব্যাহত রয়েছে। জেলার ৭২ ইউনিয়নের বন্যার্ত ও নদীভাঙা মানুষদের এ সহায়তা পর্যায়ক্রমে দেয়া হবে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন কুড়িগ্রামে | নদনদীর | পানি | কমার | সাথে | সাথে | বাড়ছে | ভাঙন