আর্কাইভ থেকে জাতীয়

হাসপাতালে এখন গ্রামের রোগী বেশি : স্বাস্থ্য ডিজি

হাসপাতালে এখন গ্রামের রোগী বেশি : স্বাস্থ্য ডিজি

দেশের বিভিন্ন জায়গায় হাসপাতালে চিকিৎসাধীন করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের ৫০ শতাংশের বেশি গ্রামের বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। 

সকালে স্বাস্থ্য অধিদপ্তরের অনুষ্ঠিত এক সভা শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ তথ্য জানান ।

আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, রোগের তীব্রতা অনেক বেশি বেড়ে যাওয়ার কারণে, হাসপাতালে আসছেন তারা। অর্থাৎ যখন পরিস্থিতি অনেক খারাপ হয়ে পড়ছে।’ এবার গেলবার থেকে ৫ বছর কমিয়ে, বয়স নির্ধারণ করা হয়েছে ৩৫ বছর।

মহাপরিচালক বলেন, আমরা সবগুলো উপজেলায় কথা বলেছি। সবার পর্যবেক্ষণ একটাই, রোগীদের অনেকেই অক্সিজেন স্যাচুরেশন কমে ৪০-৫০ এ নেমে গেলে হাসপাতালে আসছেন। অক্সিজেন স্যাচুরেশন কমে গেলে ব্রেইন ড্যামেজ আগেই হয়ে যায়। এ ধরনের রোগীদের বাঁচানো খুব কঠিন হয়। গ্রামের রোগীরা অসতর্ক, গ্রামের বয়স্ক মানুষ হাসপাতালে আসেন অনেক পরে, এ কারণে মৃত্যুর হার বেশি হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন হাসপাতালে | এখন | গ্রামের | রোগী | বেশি | | স্বাস্থ্য | ডিজি