আর্কাইভ থেকে জাতীয়

সারাদেশে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলার সংকট

সারাদেশে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলার সংকট

ঢাকার বাইরে সব হাসপাতালে নেই হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা। রয়েছে অক্সিজেন সংকটও। তবে এই সংকটের তথ্য মানতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। আর হাই ফ্লো ন্যাজাল ক্যানুলার বিকল্প ব্যবহারের তাগিদ স্বাস্থ্য অধিদপ্তরের।
 
হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা। যে সব রোগীর স্বাভাবিকভাবে শ্বাস নিতে কষ্ট হয়, সেন্ট্রাল অক্সিজেন লাইনে সংযুক্ত এই যন্ত্রের মাধ্যমে তাদের শ্বাস প্রশ্বাস ঠিক রাখতে ব্যবহার করা হয়। যা প্রতি মিনিটে ৩০ লিটার পর্যন্ত অক্সিজেন সরবরাহ করে।

অক্সিজেন সংকটে সাতক্ষীরার পর বগুড়ায় হাসপাতালে রোগীদের মৃত্যুতে সম্প্রতি আলোচনায় আসে এই হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, সারাদেশে এই যন্ত্র আছে ১ হাজার ৫৫৪টি।

তবে সব হাসপাতালে নেই এটি। একই সাথে আছে অক্সিজেন সংকটের বিস্তর অভিযোগও। খুলনার ২৩০ শয্যার করোনা হাসপাতালে বাইরে থেকে অক্সিজেন কেনার কথা জানিয়েছেন রোগীরা।

প্রায় একই চিত্র কুষ্টিয়ায়। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, অনেক দেরিতে আনা হচ্ছে রোগীদের, অক্সিজেনের ওপর চাপ বাড়ছে।

আর রাজশাহী মেডিকেল কর্তৃপক্ষের দাবি, অক্সিজেনের কোনো সংকট নেই।

স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র বলেন, রোগীদের অক্সিজেন দিতে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা ছাড়াও অন্য পদ্ধতির ওপর জোর দিতে বলা হয়েছে।

করোনার উপসর্গ দেখা দিলেই দ্রুত নমুনা পরীক্ষা করার আহ্বান জানিয়েছে, স্বাস্থ্য অধিদপ্তর।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন সারাদেশে | হাই | ফ্লো | ন্যাজাল | ক্যানুলার | সংকট