বিশ্বে গেল ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে প্রায় আট হাজার মানুষ। একই সময়ে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে সোয়া চার লাখের বেশি মানুষের শরীরে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনায় দৈনিক মৃত্যু ও সংক্রমণের শীর্ষে এখনও ব্রাজিল। দেশটিতে একদিনে মারা গেছে ১৭শ' জনের বেশি। সংক্রমণ শনাক্ত হয়েছে ৬২ হাজারের বেশি মানুষের শরীরে।
ভারতে আবারো বাড়ছে করোনায় মৃত্যু। গতকাল মঙ্গলবার দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩০ জন। নতুন সংক্রমিত শনাক্তের সংখ্যা ৪৪ হাজারের কাছাকাছি।
একদিনে রাশিয়ায় করোনায় মারা গেছে রেকর্ড ৭৩৭ জন। মৃত্যু বাড়তে থাকায় ভ্যাকসিন প্রয়োগ ত্বরান্বিত করতে রাজধানী মস্কোসহ সেন্ট পিটার্সবার্গে ভ্যাকসিনের নতুন কেন্দ্র খোলা হয়েছে।
এছাড়া মঙ্গলবার করোনায় ইন্দোনেশিয়ায় মারা গেছে ৭২৮ জন। ল্যাটিন অ্যামেরিকার দেশ কলম্বিয়ায় প্রাণহানি সাড়ে ৫শ’ জনের ওপর।
গেল ২৪ ঘন্টায় দক্ষিণ কোরিয়ায় এক হাজারের বেশি করোনা শনাক্ত হয়েছে, যা ডিসেম্বরের পর সর্বোচ্চ। রাজধানী সিউলে করোনা বাড়তে থাকায় ইসরায়েলের কাছ থেকে ফাইজার-বায়োএনটেকের সাত লাখ করোনা ভ্যাকসিন ধার নেবে দেশটি।
পবিত্র ঈদুল আজহায় কঠোর লকডাউন জারি করার ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান।
এদিকে, চলতি বছরের শেষ নাগাদ ১৯০ কোটি ভ্যাকসিন পাওয়ার ব্যাপারে আশাবাদী কোভ্যাক্স। এর ১৫০ কোটিই দেওয়া হবে গরিব দেশগুলোকে।
বিশ্বে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৮ কোটি ৫৩ লাখ। করোনায় মোট মৃত্যু ৪০ লাখের বেশি।
এসএন