আর্কাইভ থেকে দেশজুড়ে

রংপুরে ২৪ ঘণ্টায় শনাক্ত ৭৪৪, মৃত্যু ৬

রংপুরে ২৪ ঘণ্টায় শনাক্ত ৭৪৪, মৃত্যু ৬

গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে ২ হাজার ৬১৯ নমুনা পরীক্ষা করে ৭৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে আরও ছয়জনের। এ নিয়ে সাত দিনে বিভাগে করোনায় প্রাণ হারাল ৯৩ জন।

আজ বৃহস্পতিবার (০৮ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম।

তিনি জানান, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে লালমনিরহাট জেলার ৩, দিনাজপুরের ২ ও নীলফামারীর ১ জন রয়েছেন।

করোনা শনাক্ত রোগীদের মধ্যে দিনাজপুর জেলার ২২৬ জন, ঠাকুরগাঁওয়ের ১৪৮, রংপুরের ১১৬, নীলফামারীর ৮৯, পঞ্চগড়ের ৫৪, কুড়িগ্রামের ৪২, লালমনিরহাটের ২২ ও গাইবান্ধার ৪৭ জন রয়েছেন।

জানা গেছে, করোনাভাইরাস শনাক্তের শুরু থেকে বুধবার পর্যন্ত রংপুর বিভাগে ১ লাখ ৬৯ হাজার ৫৩৫ নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৩০ হাজার ৮৫৭ জন শনাক্ত হয়েছেন।

নতুন করে মারা যাওয়া ছয়জনসহ বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছ ৬১২ জনে। এর মধ্যে দিনাজপুর জেলার ২১৪ জন, রংপুরের ১২৩, ঠাকুরগাঁওয়ের ১০৯, নীলফামারীর ৪২, লালমনিরহাটের ৩৭, কুড়িগ্রামের ৩০, গাইবান্ধার ২৯ ও পঞ্চগড়ের ২৮ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৮০ জন।

শেখ সোহান

এ সম্পর্কিত আরও পড়ুন রংপুরে | ২৪ | ঘণ্টায় | শনাক্ত | ৭৪৪ | মৃত্যু | ৬