সিরিয়ায় রাশিয়ার সামরিকবাহিনীর ওপর হামলা চালানোর পরিকল্পনা করেছে তুর্কি সমর্থিত সিরীয় বিদ্রোহীরা। সম্প্রতি সিরিয়ার গোয়েন্দারা এই তথ্য জানিয়েছে।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল মাজদার নিউজ শুক্রবার (২০ মার্চ) এক প্রতিবেদনে জানায়, সিরিয়ার আলেপ্পো-লাতাকিয়া মহাসড়কে রুশবাহিনীর ওপর বড় ধরনের হামলার পরিকল্পনা করছে বিদ্রোহীরা। রুশ সমর্থিত আসাদবাহিনীর গোয়েন্দারা সম্প্রতি এই তথ্য নিশ্চিত করেছে।
এর আগেও বেশ কয়েকবার রাশিয়ার সামরিকবাহিনীর ওপর হামলা চালানোর পরিকল্পনা করেছে বিদ্রোহীরা। তবে রুশবাহিনীর বিমান হামলার কারণে ওইসব পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি তারা। এবারও তেমন কিছুই হতে পারে বলে ধারণা করা হচ্ছে।