‘বিএনপি সব কিছুতেই রাজনীতি খোঁজে’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একইসঙ্গে তিনি দলটিকে উদ্দেশ করে বলেছেন, তারা কখন কী বলেন আর কী করেন বোঝা মুশকিল।
করোনা পরিস্থিতিতে ঢাকা-১০ আসনসহ সব উপনির্বাচন ও চট্টগ্রাম সিটি নির্বাচন পেছাতে নির্বাচন কমিশনের কাছে বিএনপির আবেদন প্রসঙ্গে এ কথা বলেন ওবায়দুল কাদের। প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সপ্তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে শুক্রবার (২০ মার্চ) এ কথা বলেন তিনি।
বিএনপিকে নিয়ে ওবায়দুল কাদের বলেন, উপনির্বাচনের বিষয়টি পুরোপুরি নির্বাচন কমিশনের এখতিয়ার। তারা যদি নির্বাচন পেছাতে চায়, এটি তাদের বিষয়। তাদের নিজস্ব স্বাধীনতা আছে তারা সিদ্ধান্ত নেবে। ইসিকে আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করে না। তাদের নিজস্ব স্বাধীনতা আছে, তারা সিদ্ধান্ত নিতে পারে। নির্বাচন পেছানোর জন্য আবেদন হয়েছে, সেটি গ্রহণযোগ্য হবে কিনা তা আমি জানি না।
প্রাণঘাতি করোনাভাইরাসের পরিস্থিতি যে কোনো মূল্যে মোকাবেলা করার প্রত্যয় ব্যক্ত করে ওবায়দুল কাদের বলেন, করোনা যত বড়ই শত্রু হোক না কেন, আমরা এই ভাইরাসকে পরাজিত করবই।